২০২৪ সালে পোশাকের যে ৮ ধারা ছিল জনপ্রিয়

বিশেষ কোনো একক ধারা নয়; বরং ২০২৪ সালে ফ্যাশনে ছিল মিশ্রধারা। কিছু পোশাকের ট্রেন্ড আগের বছর দেখা গেলেও ২০২৪ সালে সেগুলো জনপ্রিয় হয়ে ওঠে।

পাশাপাশি আলোচনায় ছিল জেন–জিদের পোশাক, স্ট্রিট মার্কেটে কেনাকাটা ও জামদানি দিয়ে তৈরি ভিন্ন পোশাক। কোটা, টাঙ্গাইল শাড়িও ট্রেন্ডে ছিল।

উৎসবে টাঙ্গাইল শাড়ি

বছরজুড়েই আলোচনায় ছিল টাঙ্গাইল শাড়ি
ছবি: সুমন ইউসুফ

 জিআই স্বীকৃতিকে কেন্দ্র করে বছরজুড়েই আলোচনায় ছিল টাঙ্গাইল শাড়ি। বসন্ত ও বইমেলার প্রাঙ্গণ, মেট্রোরেলের বগি, কর্মক্ষেত্রের চেয়ার কিংবা বাড়ির ছাদে দল বেঁধে ছবি তোলার মুহূর্তগুলো টাঙ্গাইলের শাড়ির রং আর নকশায় উজ্জ্বল হয়ে ছিল।

আসলে যত বিতর্কই হোক টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে।

ট্রেন্ডে স্ট্রিট মার্কেট

স্ট্রিট মার্কেটগুলোয় বছরজুড়ে সব শ্রেণির ক্রেতাদের ভিড় দেখা যায়।
ছবি: নকশা

একটা সময় মনে করা হতো, যাঁদের বাজেট কম, তাঁরাই শুধু ফুটপাত থেকে কেনাকাটা করেন। এখন পাল্টেছে সেই ধারণা। ফ্যাশন–সচেতন সামর্থ্যবানেরাও এখন নিয়মিত পোশাক কেনাকাটা করছেন এই স্ট্রিট মার্কেটগুলোয়।

হোপ মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট বা মৌচাক মার্কেটের পেছনে গড়ে ওঠা স্ট্রিট মার্কেটগুলোয় তাই বছরজুড়ে সব শ্রেণির ক্রেতাদের ভিড় দেখা যায়।

টপ বটম ড্রেস

শ্রাগ বা লং কোটি টপ বটম পোশাকটিকে দেয় ভিন্নমাত্রা
ছবি: প্রথম আলো

টপ বটম সেট—এই পোশাকের ধারা ২০২৩ সালেই দেখা গিয়েছিল। ২০২৪ সালে এই পোশাকের স্টাইলিংয়ে যুক্ত হয় আরও নতুন কিছু।

এই যেমন শ্রাগ বা লং কোটি পোশাকটিকে দেয় ভিন্নমাত্রা।

কনের পোশাকে ভিন্নধারা

কনেরা পরেছেন ভিন্নধারার পোশাক।
ছবি: কবির হোসেন

কনে সাজে শাড়ির পাশাপাশি গাউন, শারারা, লেহেঙ্গার মতো পোশাকের দেখা মিলেছে।

কখনো মূল অনুষ্ঠানে, কখনো আবার আক্দ, গায়েহলুদ বা বউভাতে কনেরা পরেছেন ভিন্নধারার এসব পোশাক।

সব বয়সীর কাছেই জনপ্রিয় কো-অর্ড সেট

বিভিন্ন কাপড়ে তৈরি কো-অর্ডগুলো সব বয়সী মেয়েদের কাছে জনপ্রিয়তা পায়
ছবি: নকশা

গত দুই বছরের মতো এবারও জনপ্রিয়তার শীর্ষে ছিল কো–অর্ড সেট। সুতি, লিনেন, সিনথেটিক—বিভিন্ন কাপড়ে তৈরি কো-অর্ডগুলো সব বয়সী মেয়েদের কাছে জনপ্রিয়তা পায়।

লম্বা কামিজের রাজত্ব

লম্বা কামিজ হয়ে উঠেছে এই বছরের নতুন ট্রেন্ড
ছবি: সুমন ইউসুফ

প্রতিবছরই সালোয়ার–কামিজে তৈরি হয় নতুন নতুন ধারা। আরামদায়ক কাপড়ের লম্বা বা লম্বা কামিজ যেন হয়ে উঠেছে এই বছরের নতুন ট্রেন্ড।

জেন-জিদের গেঞ্জি  

জেন-জিদের পোশাকে গেঞ্জি জনপ্রিয়তার বিচারে এগিয়ে ছিল
ছবি: সুমন ইউসুফ

এই বছর ছিল ‘জেনারেশন জি’র জয়জয়কার। স্বাভাবিকভাবেই তাঁদের পোশাক নিয়ে কথা হয়েছে। নিজের খুশিমতো পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা। তবে এসব পোশাকের ভেতরও জনপ্রিয়তার বিচারে এগিয়ে ছিল টি-শার্ট তথা গেঞ্জি।

কোটার শাড়ি, কোটার পোশাক

বছরজুড়েই গরম আবহাওয়া থাকায় কোটা কাপড়ের ব্যবহার বেড়ে যায়
ছবি: কবির হোসেন

একসময় আমাদের এখানে কোটা মানেই ছিল শুধু শাড়ি, এখন গজ কাপড় হিসেবেও কেনা যাচ্ছে। বানানো হচ্ছে কুর্তা, কামিজ বা আনারকলি। বছরজুড়েই গরম আবহাওয়া থাকায় কোটা কাপড়ের ব্যবহার বেড়ে যায়।

চলতি ধারার কাট ও প্যাটার্নে তৈরি হয় কোটার পোশাক।