শীতের যে পোশাকগুলো এবার জনপ্রিয়তা পাবে
শীতের হিম হিম সকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর মজাই আলাদা। আড়মোড়া ভেঙে উঠতে এ সময় কারই–বা মন চায়। তবে এই আবহাওয়ায় যাঁদের বাইরে কাজে যেতে হয়, তাঁদের জন্য একটু কষ্টকরই বটে।
যদিও ঢাকায় এখন লম্বা সময় ধরে হাড়কাঁপানো শীত পড়ে না। অন্যদিকে কেবল ভারী চাদর আর মোটা উলের পোশাকে শীত তাড়ানোর ফ্যাশন গত হয়েছে সেই কবেই। বাড়িতে বাড়িতে ওয়ার্ডরোব বা আলমারি থেকে নামিয়ে পুরোনো শীতকাপড় রোদে দিয়ে পরার চল তো আছেই, এ ছাড়া শীতের জন্য স্টাইলিশ আউটফিট কেনার বাজেট রাখেন অনেকেই।
এ জন্য তাই প্রতিবছর ফ্যাশন হাউস ও ডিজাইনারদের সংগ্রহেও আনতে হয় নিত্যনতুন শীতপোশাক।
একসময় শীত এলেই খদ্দর কাপড়ের চাহিদা বেড়ে যেত। খদ্দরের চাদরের জনপ্রিয়তায় কিছুটা ঘাটতি এসেছে। তবে এই খাদি বা খদ্দর কাপড় দিয়েই এখন ডিজাইনাররা তৈরি করছেন ফ্যাশনেবল শীতপোশাক।
পাতলা ও ভারী—দুইভাবেই এখন বুনন হয় খাদির। ডিজাইনার লিপি খন্দকার বলছিলেন, শীতের মৌসুমে খাদির পোশাকগুলো পরলে একধরনের উষ্ণ অনুভূতি আসে। যে কারণে বছরের এই সময় লিপি খন্দকার নিয়ে আসেন খাদির পোশাকের বিশেষ সংগ্রহ। ফিউশনধর্মী এই পোশাকগুলো যেমন শীত তাড়াতে সাহায্য করে, তেমনি দেখতেও খুব নান্দনিক। এসব পোশাক পরে অনায়াসেই শীতের কোনো আমন্ত্রণে উপস্থিত হওয়া যাবে।
সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। শীতের জন্য তিনি জিনস, গ্যাবার্ডিনের প্যান্ট বেছে নেন। সাধারণত দেশীয় ব্র্যান্ড থেকেই বেশি কেনাকাটা করে থাকেন। চামড়ার পোশাকের প্রতি বিশেষ দুর্বলতা আছে। ওভারকোটে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কো-অর্ড, কার্ডিগানও থাকে তাঁর শীতপোশাকের তালিকায়।
বড় বড় ব্র্যান্ডের দোকান ঘুরে দেখা গেল, ক্রপ ঘরানার পোশাক এবারের শীতপোশাকের বাজার বেশ দখল করে আছে। নিটের তৈরি ক্রপ সোয়েটার, ক্রপ জ্যাকেট এখনকার তরুণীদের কাছে বেশ জনপ্রিয় উইন্টার আউটফিট। এমনটাই বলছিলেন সারা লাইফস্টাইলের সিনিয়র ম্যানেজার (ডিজাইন) মো. শামীম। তিনি জানান, বরাবরের মতো তাঁদের শীতপোশাকে জ্যাকেটের সংগ্রহ বেশি। ডেনিম, সিনথেটিক, কুইল্ট প্যাটার্ন, প্যাডেড জ্যাকেট থাকছে তাঁদের এখানে।
প্রথমবারের মতো কৃত্রিম পাট উপকরণের শীতপোশাক এনেছে সেইলর। এখানকার সিনিয়র ম্যানেজার (ডিজাইন ও ডেভেলপমেন্ট) প্রধান সাদিয়া আফরোজ সোমা বলছিলেন, শুধু ক্রপ জ্যাকেটই নয়, লম্বা জ্যাকেটও রেখেছেন তাঁরা। এ ছাড়া সেইলর এবার পিউ লেদারের বিশেষ সংগ্রহ এনেছে। এ ধরনের উইন্টার আউটফিটে জিপার আর বিভিন্ন রকম বোতামের ব্যবহার প্রাধান্য পেয়েছে।
আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক পঞ্চোর চাহিদা এখন শীর্ষে। সহজে পরিধেয় এই শীতপোশাক লম্বা ও খাটো—দুই আঙ্গিকেই তৈরি হচ্ছে। বিভিন্ন ম্যাটেরিয়াল ও আকারের পঞ্চো পাওয়া যাচ্ছে লা রিভে। লা রিভের হেড অব মার্কেটিং আফরিনা হাবিব বলছিলেন, কাপড়ের উপকরণে উলেন ফেব্রিকসের ব্যবহার করেছেন তাঁরা। মোটিফ হিসেবে ব্যবহার করেছেন অ্যাজটেক নকশা। তাঁদের পঞ্চোর কাটিংয়েও বেশ পরিবর্তন দেখা গেল।
শীতে শুধু তরুণদের নয়, তরুণীদের শীর্ষ পছন্দে থাকে ব্লেজার। যদিও আগে শুধু করপোরেট অফিসগুলোয় ব্লেজার পরতে দেখা যেত তরুণীদের। কিন্তু এখন সাধারণ মেয়েরাও অনায়াসেই ব্লেজার পরছেন। ফ্যাশন হাউসগুলো তাই তরুণীদের কথা মাথায় রেখে ব্লেজারের সংগ্রহ আনছে।
বডি ফিটেড ব্লেজার তো আছেই, কোনো কোনো ফ্যাশন হাউস ব্লেজারের নিচের দিকটা একটু ছড়িয়ে দিচ্ছে। কিছু কিছু নকশায় ব্লেজারের সঙ্গে জ্যাকেটের মিশেলও দেখা যাচ্ছে।
পাশাপাশি শ্রাগের আয়োজনও থাকছে ফ্যাশন হাউসগুলোয়।
স্তর করে পোশাক পরার জন্য আদর্শ সময় শীতকাল। কো–অর্ড সেট পরে ওপরে জড়িয়ে নিতে পারেন উলেন পঞ্চো।একটা সময় শীতপোশাক মানেই পশ্চিমা ধাঁচের পোশাকে ভরে যেত শীতপোশাকের বাজার। সেই ধারায় বেশ পরিবর্তন এসেছে।
দেশীয় ও পাশ্চাত্য ঘরানা—দুই ধরনের পোশাকই রাজত্ব করছে শীতের ফ্যাশনে। তাই এই দুই ধরনের পোশাকের সংমিশ্রণ আনতে পারেন শীতের স্টাইলে। হারেম প্যান্ট বেছে নেন, ওপরে জড়িয়ে নেন ক্রপ টপ। ব্যস, শীত তাড়াতে আপনিও প্রস্তুত।