২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রিকশা প্রিন্টের লেহেঙ্গায় ঘোড়ায় চেপে মার্কিন বরকে নিতে এলেন বাংলাদেশি বউ

সিনেমায় প্রায়ই দেখা যায়, তলোয়ার হাতে, সাদা ঘোড়ায় চেপে বউ আনতে চলেছেন বর। কিন্তু ঘটনা এখানে ভিন্ন। আসরে কনেই এলেন সাদা ঘোড়ায় চেপে। নানা দিক থেকেই রাজধানীর বনানীতে সম্প্রতি হয়ে যাওয়া গায়েহলুদের অনুষ্ঠানটি ছিল অনন্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ছবি। ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই বিয়ে আর গায়েহলুদের বিস্তারিত।
১ / ১৩
কনে তাসমিত আফিয়াত পেশায় ডিজাইনার ও শিল্প নির্দেশক, কাজ করেন বিজ্ঞাপনী সংস্থায়। বর সাবিন হিন্টন মার্কিন নাগরিক। পেশায় মার্কিন পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসে কর্মরত অবস্থায় ২০২১ সালের ২৫ নভেম্বর তাসমিত ও সাবিনের প্রথম দেখা। তারপর প্রেম, বিয়ে
ছবি: সংগৃহীত
২ / ১৩
সাবিনই তাসমিতের মা–বাবাকে বিয়ের প্রস্তাব দেন। সম্প্রতি রাজধানীর গুলশানে বরের বাসার ছাদে কাছের কয়েকজন মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। ভালোবাসার মানুষকে বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছেন সাবিন
ছবি: সংগৃহীত
৩ / ১৩
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শখ মিটিয়ে গায়েহলুদের আয়োজন করেন কনে তাসমিত। প্রত্যেক পুরুষ আর নারী অতিথির জন্য ছিল তাসমিনের ব্র্যান্ড স্ট্রাইড থেকে বিশেষ ড্রেসকোড। নারীদের জন্য ছিল বিশেষ ব্লাউজ, কোটি, সাদা শাড়ি বা সাদা স্কার্ট। পুরুষের জন্য বিশেষ নকশার কোটি। কোটিতে দেখা যাচ্ছে বর–কনের মুখ। কার্ডের সঙ্গে সবাইকে এই কোটি উপহার দিয়েছেন কনে
ছবি: সংগৃহীত
৪ / ১৩
তবে সবচেয়ে আলোচনায় এসেছে কনের পোশাক। কনের পরনে এদিন ছিল রিকশা পেইন্টের থিমে তৈরি প্লাস্টিকের লেহেঙ্গা। তাসমিত বলেন, ‘সব সময় কেন বরই বউকে ঘোড়ায় চেপে নিতে আসবে? আমার ইচ্ছা ছিল, আমি এই নিয়ম ভেঙে বউয়ের বেশে সাদা ঘোড়ায় চেপে মঞ্চে ঢুকব। আর সেটাই করেছি।’
ছবি: সংগৃহীত
৫ / ১৩
রিকশা পেইন্ট, জামদানি, মঙ্গল শোভাযাত্রার মুখোশ—এগুলো নিয়ে আগেও আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন তাসমিত। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের আসরে শিরিন শিলা দেখা দিয়েছিলেন তাসমিতের নকশা করা শাড়ি, রিকশার হুড আর বর্ণমালার গয়নায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালেও প্রশংসিত হয় তাসমিনের নকশা করা লাল জামদানিতে তৈরি গাউন–শাড়ি, তালপাতা থেকে অনুপ্রাণিত সোনালি মুকুট, মঙ্গল শোভাযাত্রার নানা উপকরণের আঙ্গিকে তৈরি বেল্ট আর গয়না। ছিল সবুজ পাখা আর সবুজ রেশমি চুড়ি। এভাবেই আন্তর্জাতিক মঞ্চে ফ্যাশনে দেশি উপাদান তুলে ধরেন তিনি
ছবি: ফেসবুক থেকে
৭ / ১৩
তাসমিত বলেন, ‘আমি কোনো “সব্যসাচী–কনে” (ভারতীয় নামকরা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা পোশাকে বউ) হতে চাইনি। আমি চেয়েছি দেশি রিকশা–ব্রাইড হতে। আমি আগে থেকেই নিজের দেশ, দেশের সংস্কৃতির মহাভক্ত। সম্প্রতি ইস্তাম্বুল থেকে ঘুরে এসে তাদের সংস্কৃতি দেখে আমি আরও বেশি করে নিজের সংস্কৃতিকে আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা অনুভব করি।’
ছবি: সংগৃহীত
৮ / ১৩
গায়েহলুদে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেকেই
ছবি: সংগৃহীত
৯ / ১৩
গায়েহলুদের খাবারে ছিল চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই, নানা পদের দেশি মিষ্টিসহ আরও কত কি। কনে নিজেও নেচেছেন হলুদে
ছবি: সংগৃহীত
১০ / ১৩
গায়েহলুদে বরের পরনে যে হলুদ কোটিটি দেখতে পাচ্ছেন, তা জামদানিতে তৈরি
ছবি: সংগৃহীত
১১ / ১৩
১১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই জুটির বিয়ে–পরবর্তী সংবর্ধনা। সেখানে কনের পরনে থাকবে সাদা জামদানিতে তৈরি গাউন
ছবি: সংগৃহীত
১২ / ১৩
বিয়ের নিমন্ত্রণপত্রও তৈরি হয়েছে সিড-পেপার থেকে। প্রতিটি কার্ডে ব্যবহার করা হয়েছে ১৫ থেকে ২০টি টমেটো বীজ। এই কার্ড টবে ফেলে দিলেই হবে টমেটোগাছ
ছবি: সংগৃহীত
১৩ / ১৩
নিজের বিয়ে, গায়েহলুদ আর সংবর্ধনার সব পোশাকের নকশা নিজেই করেছেন তাসমিত
ছবি: সংগৃহীত