এই গরমে সাদায় মিলবে স্বস্তি
এই তুমুল গরমে আরাম মিলতে পারে সাদা রঙের সুতির পোশাকে। কেননা সুতি কাপড় সহজেই ঘাম শুষে নিতে পারে। এ ছাড়া অফিস, পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেও ফ্যাশনেবল হয়ে ওঠা যায় ভিন্ন ধাঁচের সাদা সুতি পোশাকে।
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫