১০ লাখের শাড়িতে নোরা ফাতেহি
বাংলাদেশে ঘুরে গেলেন বলিউড তারকা নোরা ফাতেহি। তবে তিনি কেন নাচেননি, এই নিয়ে হতাশ, ক্ষুব্ধ উপস্থিত ঢাকার দর্শক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বকাপের আমেজ—সব ছাপিয়ে কেনো নাচেননি, এটাই হয়ে উঠেছিল গত কয়েক দিনের ‘টক অব দ্য টাউন’। বেশির ভাগ সময় পশ্চিমা পোশাকে দেখা গেলেও শাড়িও খুব ভালোবাসেন নোরা। সম্প্রতি নোরার পরনের একটি পার্টি মুডের গাউন–শাড়ি এসেছে আলোচনায়।
শাড়ি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা তো আর কম হলো না। রেডিমেড শাড়ি, লেহেঙ্গা–শাড়ি, গাউন–শাড়ি, ডেনিমের শাড়ি, জ্যাকেট আর কেডসের সঙ্গে শাড়ি, এমনকি ছেঁড়া জিনসের সঙ্গে শাড়ি—এ রকম ফিউশন চলছেই। তবে এসবের ভেতরও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে গাউন–শাড়ি।
নোরার পরনের এই গাউন শাড়ি কাস্টমাইজ করে তৈরি করেছে ভারতের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ফাল্গুনি শেন পিকক ইন্ডিয়া। হালকা খাকি বর্ণের গাউন–শাড়িটির সারা শরীরে ক্রিস্টাল, চুমকি আর চকমকে পাথর বসানো। শাড়িটির সঙ্গে তিনি পরেছেন একই প্রিন্টে হাতে তৈরি একটা জাঁকালো হাতাওয়ালা ব্লাউজ। ব্লাউজটির সারা গায়েও ক্রিস্টাল, চুমকি আর পাথরের কাজ। এর বাইরে বসানো হয়েছে টাসেল। গাউন–শাড়িটিতে রয়েছে ট্রেনও। নোরার হাতে ছিল মানানসই ঝিনুক আকৃতির সুদৃশ্য একটি পার্স। সেটিকে পার্স না বললে হাতে বহন করা একটি গয়নাও বলা যেতে পারে।
শাড়িটির দাম জানতে ফাল্গুনি শেন পিকক ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করি আমরা। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শাড়িটির দাম ৭ লাখ ৯০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা।