চলতি ধারায় যেভাবে চোখে কাজল পরা হচ্ছে
অফিসের দাওয়াতে বা সব জায়গায়ই দেওয়া যায় কাজল, যেকোনো পোশাকের সঙ্গেও মানিয়ে যায়। চোখের গড়ন, পোশাকের ধরন আর স্থান অনুযায়ী শুধু বদলাতে হবে প্রয়োগের ধরন।
যে চোখে যেমন কাজল
ঐতিহ্যগতভাবে চোখের ওয়াটার লাইন বরাবর কাজল পরার চল রয়েছে। তবে চোখকে বড় বা ছোট দেখাতে চলতি ধারায় অন্যভাবেও এখন কাজল পরা হচ্ছে। বড় চোখে যেকোনো কাজলের সাজই ভালো লাগে। তবে চোখ ছোট হলে পুরু বা মোটা করে কাজল না দেওয়াই ভালো। তাতে চোখ আরও ছোট দেখায়। চোখ ছোট হলে সব সময় বাইরের দিকে টেনে কাজল পরুন। চোখ বড় লাগবে। আবার সাদা বা ন্যুড কাজল চোখের নিচের ওয়াটার লাইন বরাবর পরতে পারেন। চোখের পাতা ছোট হলে কাজল দিয়ে অবশ্যই মাসকারা দিন। চোখের পাতা যদি বড় ও ঘন হয়, তাহলে মাসকারা না পরলেও চলবে। তবে মাথায় রাখবেন, পোশাকের সঙ্গে মিল রেখে যেন চোখের সাজ হয়।
চলতি ফ্যাশনে রঙিন কাজল
তরুণীদের মধ্যে কালো কাজলের পাশাপাশি বাড়ছে রঙিন কাজলের ব্যবহার। শাড়ি, সালোয়ার–কামিজ বা কুর্তার রঙের সঙ্গে মিল রেখে একই রং বা বিপরীত রঙের কাজল পরা যায়। বিন্দিয়া বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানান, ইদানীং কালো কাজলের পাশাপাশি হলুদ, নীল, সবুজ, কমলা, ম্যাজেন্টা এমন উজ্জ্বল রঙের কাজল দিয়ে চোখ আঁকতে আগ্রহী হচ্ছেন অনেকেই। আবার দুই থেকে তিন রঙের কাজল ব্যবহার করেও চোখ সাজাতে পারেন। যাঁরা কড়া রং পছন্দ করেন না, তাঁরা বেছে নিন সাদা বা বাদামি কাজল।
মেকআপের সঙ্গে মানানসই কাজল
কাজল দিয়ে চোখ আঁকাটাও একটি শিল্প। দেশীয় পোশাকের সঙ্গে কাজল দিয়ে স্মোকি সাজ, মোটা বা সরু করে গ্রাফিক্যাল লাইনও আঁকতে পারেন। তবে পশ্চিমা পোশাকের সঙ্গে কাজল একটু কম মানায়। এ ক্ষেত্রে হালকা করে কালো কাজল, সেই সঙ্গে ওয়াটার লাইন বরাবর সাদা বা বাদামি কাজল লাগাতে পারেন। দিনের অনুষ্ঠানে কাজলের সঙ্গে ছিমছাম চোখের সাজ ভালো যায়। অন্যদিকে রাতের মেকআপে ঘন করে কাজল দিয়ে জমকালো কিংবা স্মোকি সাজই ভালো। চোখের বিভিন্ন কোণ থেকে লাইন টেনেও অনেকে কাজল দেন। তবে যেভাবেই সাজুন না কেন, মাথায় রাখবেন নিজের ভালো লাগাটুকু যেন প্রকাশ পায় আপনার কাজলকালো চোখের ভাষায়।
কাজল দেব যেভাবে
কাজল দেওয়ার আগে চোখের বেজ মেকআপটি সেরে ফেলুন। ওয়াটার লাইনে কাজল দেওয়ার আগে খুব ভালোভাবে কটনবাড বা কটন বল দিয়ে চারপাশ পরিষ্কার করে নিতে হবে। যেন বাড়তি তেল বা পানি জমে না থাকে। কাজল দেওয়ার পর আইশ্যাডো দিতে পারেন। এতে লেপটে বা ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না। চোখের নিচে কাজল মোটা ও গাঢ় দেখাতে চাইলে একই রঙের শেড দিয়ে কাজল ব্লেন্ড করে নিন। চোখের পাতায় আইলাইনারের পরিবর্তে কালো কাজল দিতে পারেন। এরপর ব্রাশে আইশ্যাডো নিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিন। স্মোকি চোখের সাজ সহজেই করে নিতে পারেন। কাজল পরার আগে কাজলের মাথা চোখা করে নিন। কারণ, চ্যাপটা কাজল দিয়ে কাঙ্ক্ষিত চোখের সাজটি পেতে একদিকে যেমন বিপাকে পড়তে পারেন, অন্যদিকে ব্যথা পাওয়ারও আশঙ্কা রয়েছে।