২০২৪ সালে ছেলেদের ফ্যাশন কোন পথে ছিল

সাজপোশাকে অগোছালো ছেলেরা এ বছর ছিলেন ‘গুছিয়ে অগোছালো’। গরমে ফিনফিনে ও ঢিলেঢালা পোশাক আর শীতে তার ওপর জ্যাকেট পরে বেশ চলে গেছে। ছিল চোখধাঁধানো স্টাইলের নানা রকম পোশাক। একনজরে দেখে নেওয়া যাক বছরজুড়ে ছেলেদের যত হালফ্যাশন।

লম্বা চুলই স্টাইল

লম্বা চুল নানা কায়দায় বেঁধে বাজিমাত করেছেন ছেলেরা
ছবি: কবির হোসেন

চলতি ধারায় চোখে পড়েছে ছেলেদের বড় বা লম্বা চুল। কখনো খোলা তো কখনো নানা কায়দায় বেঁধে বাজিমাত করেছেন ছেলেরা।

গরমে আরামদায়ক সামার ব্লেজার

আরামদায়ক সামার ব্লেজার
ছবি: কবির হোসেন

গরমে কর্মজীবী পুরুষদের হালকা ও আরামদায়ক কাপড়ের সামার ব্লেজারের সঙ্গে প্যান্টালুন প্যান্ট পরতে দেখা গেছে। শার্ট ও টি–শার্টের কাঁধ নামিয়ে পরাটাই ছিল হালফ্যাশন। তরুণদের কুর্তা-পায়জামায় যুক্ত হয়েছে বোহো ধারা।

ঢিলেঢালা প্যান্টই ছিল পছন্দের শীর্ষে। আরও ছিল কার্গো প্যান্ট, ক্যাজুয়াল ট্রাউজার, চেক প্যান্ট ইত্যাদি।

হালকা নকশার পাঞ্জাবি

হালকা রংয়ের পাঞ্জাবি নজর কেড়েছে
ছবি: নকশা

কাবিনের আয়োজনে বা দাওয়াতে শোভা পেয়েছে হালকা নকশার পাঞ্জাবি। ছেলেদের শেরওয়ানিতে নজর কেড়েছে জামদানির মোটিফ, যা বিয়েতে বরের পোশাককেও করে তুলেছে দেখার মতো।