আজ শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫, থাকছে ঈদ নিয়ে বিশেষ আয়োজন

এবার ল্যাকমে ফ্যাশন উইকের ২৫ বছর উদ্‌যাপন হচ্ছেছবি: ল্যাকমে ফ্যাশন ইউকের ফেসবুক পেজ থেকে

প্রতিবারের মতো এবারও আড়ম্বরের সঙ্গে উদ্‌যাপন করা হবে ‘ল্যাকমে ফ্যাশন উইক’। এ বছর ২৫ বছর পূর্ণ করবে এই ফ্যাশন উৎসব। ঈদের আগেই শুরু হচ্ছে ফ্যাশনের এই মহোৎসব। তাই এবারের আসরে ঈদকেন্দ্রিক নানা আয়োজনও যে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

ব্যাকস্টেজে চলছে শেষ মুহুর্তের মাপজোখ
ছবি: ল্যাকমে ফ্যাশন ইউকের ফেসবুক পেজ থেকে

আজ ২৬ মার্চ শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫। ভারতের মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে ফ্যাশনের এই আয়োজন মহাসমারোহে উদ্‌যাপিত হবে ৩০ মার্চ পর্যন্ত। অন্যবারের মতো এবারও নামীদামি ডিজাইনারদের পাশে নবাগত ডিজাইনারদের বাহারি কালেকশন দেখা যাবে। ল্যাকমের এই উৎসবের সূচনা হবে খ্যাতনামা ডিজাইনার অনামিকা খান্নার প্রদর্শন দিয়ে।

আরও পড়ুন
ঈদ আয়োজনও থাকছে এবার ল্যাকমের আসরে
ছবি: ল্যাকমে ফ্যাশন ইউকের ফেসবুক পেজ থেকে

প্রতিবারই অনামিকার আয়োজনে থাকে নানান চমক। শোনা যাচ্ছে, এবার ‘সিলভার কলার’ শীর্ষক প্রদর্শনের মাধ্যমে ফ্যাশনপ্রেমীদের এক অনন্য অভিজ্ঞতার স্বাদ দিতে চলেছেন তিনি। আজকের জমকালো রাতটা আরও উজ্জ্বল করে তুলবেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। অনামিকার ডিজাইন করা পোশাক পরে ল্যাকমের র‍্যাম্পে হাঁটবেন তিনি।

গরমের আরামদায়ক হালফ্যাশনের পোশাক থাকবে এবারের আয়োজনে
ছবি: ল্যাকমে ফ্যাশন ইউকের ফেসবুক পেজ থেকে

আগামীকাল অর্থাৎ ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিনের প্রথম আয়োজনে থাকবেন নবাগত ডিজাইনাররা। তাঁদের প্রদর্শন দিয়ে শুরু হবে এ দিনের উৎসব। আগামী চার দিন শান্তনু-নিখিল, শিভান-নরেশ, সাক্ষা-কিন্নি, রাহুল মিশ্রা, অমিত আগরওয়ালের মতো খ্যাতনামা ডিজাইনাররা অংশ নেবেন।

ল্যাকমের এবারের উৎসবে গরমের হালকা হালফ্যাশনের পোশাক থেকে ঈদের জমকালো পোশাকের বাহারি আয়োজন থাকবে। সব মিলিয়ে এবারও জমজমাট হতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক ২০২৫।

আরও পড়ুন