আম্বানিদের বাড়িতে এবার ‘মামাদের উপহার’ উৎসব
১২ জুলাই বিয়ের চূড়ান্ত আয়োজনের আগে অনুষ্ঠিত হয়ে গেল আরও একটি প্রি–ওয়েডিং বা প্রাক্-বিয়ে। জামনগরে অনুষ্ঠিত হয় পাঁচ দিনের প্রথম প্রি–ওয়েডিং। এরপর ইতালিতে সমুদ্রযাত্রা মিলিয়ে হলো তিন দিনের দ্বিতীয় প্রি–ওয়েডিং। এবার অনুষ্ঠিত হলো ‘মামিরু সিরিমনি’ বা মামা উৎসব। গুজরাটি সংস্কৃতি অনুসারে এদিন কনের মামারা কনেকে উপহার দেন। তবে এ আয়োজন হয়েছে আম্বানিদের ২৭ তলার বিলাসবহুল ভবন ‘অ্যান্টালিয়া’য়। সেখানে অতিথি হিসেবে যোগ দেন বলিউড তারকাদের অনেকেই। এই অনুষ্ঠানে আগত বলিউড তারকারাও থিমের সঙ্গে মিলিয়ে পরেছেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক—শাড়ি, লেহেঙ্গা। সেখানে উঠে আসছে কমলা, রানি গোলাপী, সোনালির মতো চনমনে রঙ। আশীর্বাদ ও উপহার গ্রহণ শেষে সবাই উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিতে দেখে নেওয়া যাক।