জেন-জিদের গেঞ্জি
চারপাশে ‘জেনারেশন জি’র জয়জয়কার! যুগে যুগে তারুণ্যের জয় হবে, সেটাই তো স্বাভাবিক।
১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাঁদের জন্ম, বর্তমানে যাঁদের বয়স ১২ থেকে ২৭, তাঁরাই জেনারেশন জি। এই প্রজন্মের তরুণদের একটা দারুণ বৈশিষ্ট্য হলো, তাঁরা পোশাক দিয়ে কাউকে ‘জাজ’ করেন না। কে কী পরল, তোয়াক্কা করেন না। বন্ধুমহলে একজন কী পোশাক পরেছে, এটা খুব কমই তাঁদের আলোচনার বিষয়। বরং নিজের খুশিমতো পোশাক পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তাঁরা। তবে এসব পোশাকের ভেতরেও জনপ্রিয়তার বিচারে এগিয়ে আছে টি-শার্ট তথা গেঞ্জি। তরুণদের এসব গেঞ্জি আবার কথাও বলে! আর হ্যাঁ, এসব গেঞ্জিতে উঠে এসেছে জেন-জিদের মুখের ট্রেন্ডি নানা বুলি। জেনে নেওয়া যাক, বাংলাদেশের তরুণদের গেঞ্জিতে কী লেখা থাকে।