বছরের এই সময় এমনিতেও অনেকের প্রিয়; আবহাওয়া ছাড়াও মেকআপপ্রেমীদের জন্যও ডিসেম্বর-জানুয়ারি গুরুত্বপূর্ণ। সারা বছরের মেকআপের একটি পূর্বাভাসও পাওয়া যায় এ সময়। ২০২১ ও ২০২২ সালে হালকা মেকআপের দিকেই ঝোঁক ছিল সবার। করোনা এটির বড় কারণ। তবে ২০২৩ সালের মেকআপে রঙিন ধারা প্রত্যাবর্তন করবে। নাটকীয়ভাবে আঁকা ভ্রু, হালকা বেজ ও সাহসী রঙের প্রত্যাবর্তন দেখা যাবে এ বছর।
আরও হালকা হবে বেজ
২০২২ সাল থেকে মেকআপের যে ধারাকে আমরা ভালোবেসে ২০২৩ সালেও টেনে নিয়ে যাব, সেটি হচ্ছে হালকা থেকে হালকাতর বেজ। ত্বকের ওপর বেজ এমনভাবে করা হবে, দেখলে ত্বকই মনে হবে, অন্য কিছু নয়। নিজের ত্বকের যত্ন নেওয়ার ওপর এ বছরও বেশ জোর দেওয়া হচ্ছে। ফুলকভারেজ ফাউন্ডেশন ও কনসিলারগুলো আপাতত আর লাগবে না। সযত্নে উঠিয়ে রাখতে পারেন।
সব জায়গায় অলংকরণ
কাচ ও মুক্তার ব্যবহার দেখা যাবে চুল, চেহারা ও নখে। যদিও মেকআপের সঙ্গে অলংকরণগুলোর ব্যবহার একটু বেশি মনে হতে পারে; তবে এই নাটকীয়তাই ২০২৩ সালে বেশ চলবে। হালকা মেকআপের ওপর মুক্তা বা কাচের ব্যবহার তৈরি করবে আলাদা স্টেটমেন্ট।
ক্রিমভিত্তিক হাইলাইট
চোখের পাশ থেকে টান দিয়ে গালের ওপর অরবিটাল হাড় পর্যন্ত ক্রিমভিত্তিক হাইলাইট ব্যবহার করার রীতি দেখা যাবে এ বছর।
ব্লিচ করা ভ্রু
মডেল কেন্ডাল জেনার ধারাটি শুরু করেন। ব্লিচ করা ভ্রু ঝুঁকিপূর্ণ একটি পন্থা, কিন্তু অনেকেই হয়তো পছন্দ করবেন। মডেল বেলা হাদিদ ও জিজি হাদিদ থেকে জুলিয়া ফক্স ছাড়াও বেশ কয়জন তারকাকেও দেখা গেছে ভ্রু ব্লিচ করতে। এটি পুরো ব্যক্তিত্বে হাইফ্যাশনের ভাব যোগ করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাঁরা ব্লিচ করতে ভয় পাচ্ছেন, ভ্রুতে কনসিলার ব্যবহার করেও ব্লিচ রঙের ধাঁচ আনতে পারেন।
গালের রং
তরল ব্লাশ, ক্রিম ব্লাশ বা স্টিক ব্লাশ—সব ধরনের ব্লাশের ব্যবহারই চলবে বছরজুড়ে। শুধু আবহাওয়া অনুযায়ী বেছে নিতে হবে সঠিক ব্লাশটি। গালের হাড়কে ফুটিয়ে তোলার পাশাপাশি এটি চেহারায় সতেজ একটি ভাব নিয়ে আসে।
চকচকে মেকআপ
চোখে রঙিন আইলাইনার, কাজল ও চকচকে শিমারের ব্যবহার করা মেকআপ এ বছরও থাকবে। এই ধাঁচের সাজের মাধ্যমে আপনার সৃজনশীল দিকটি কিন্তু ফুটে ওঠে সহজেই।
গোলাপি বছর
আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালেনটিনো উজ্জ্বল ম্যাজেন্টাকে আমাদের জীবনে নিয়ে আসার জন্য ধন্যবাদ পেতেই পারে। যদি এমন একটি রং থাকে, যা যেকোনো সাজকে প্রাণবন্ত করে তুলবে, সেটি হচ্ছে গোলাপি। আইশ্যাডো, গ্রাফিক আইলাইনার বা ব্লাশ—যেকোনো উপকরণেই এই রঙের চল দেখা যাবে। আন্তর্জাতিকভাবে বার্ষিক রং নির্ধারকারী প্রতিষ্ঠান প্যানটোনও ২০২৩ সালের জন্য ম্যাজেন্টা রংকেই বেছে নিয়েছে।
ঝাপসা ঠোঁট
ত্বকের যত্নে বিশ্বজুড়েই ছড়িয়ে গেছে কোরিয়ান পণ্যের নামডাক। মেকআপেও কিন্তু পিছিয়ে নেই। ঝাপসাভাবে ঠোঁট আঁকা কোরিয়ার একটি জনপ্রিয় মেকআপ ধারা। ঠোঁটের মাঝখানে লিপস্টিকের রং তুলনামূলকভাবে গাঢ় থাকবে। দুই পাশে কিছুটা হালকা হয়ে যাবে। সব রঙের লিপস্টিক দিয়ে খুব সহজেই এ লুক তৈরি করা যায়।
সূত্র: এলে