ফ্যাশনের বুননে গল্প বলেন সামি
দেশীয় লাল জামদানিতে তৈরি হয়েছিল পশ্চিমা নকশার গাউন। সেটি পরে ক্যাটওয়াক শেষে মডেল যখন ঘুরলেন, পেছনে দেখা গেল নকশিকাঁথা। কালো জমিনে গ্রামবাংলার নানা উপাদানের সঙ্গে স্পষ্ট করে লেখা ‘মেড ইন বাংলাদেশ’। ফ্রান্স আর বাংলাদেশ—দুই দেশের কূটনীতিক আর আমন্ত্রিত বিশেষ দর্শকদের করতালিতে মুখর হয়ে উঠল প্যারিসের পাঁচ তারকা হোটেল ইন্টারকনটিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ডের বলরুম। গত ২৩ অক্টোবর ‘ফ্যাশনের রাজধানী’ ফ্রান্সের প্যারিসে উদ্যাপিত হলো বাংলাদেশ আর ফ্রান্সের দীর্ঘসময়ের সুগভীর বন্ধুত্ব। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস আর বাংলাদেশের ফরাসি দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) যৌথভাবে এ ইভেন্টের আয়োজন করেছিল। শো শুরু থেকে শেষ পর্যন্ত যাঁর ওপর ভর করে ঘটেছে, তিনি আড়ংয়ের হারস্টোরির জ্যেষ্ঠ ডিজাইনার সামি আলম। বাংলাদেশের তরুণ ফ্যাশন ডিজাইনার সামি আলমের সঙ্গে দীর্ঘ আলাপে উঠে এল এই সংগ্রহের পেছনের নানা গল্প।
১ / ১৫
২ / ১৫
৩ / ১৫
৪ / ১৫
৫ / ১৫
৬ / ১৫
৭ / ১৫
৮ / ১৫
৯ / ১৫
১০ / ১৫
১১ / ১৫
১২ / ১৫
১৩ / ১৫
১৪ / ১৫
১৫ / ১৫