তুফানের নাবিলা এ সময়ের পাঁচ সাজে
হালকা সাজের যুগ এখন। তবে এর মধ্যেও আছে নানা ভিন্নতা। বেজটা হালকা রেখে এর ওপরেই চলছে যোগ–বিয়োগের খেলা। বছরের বাকি সময়টাতেও এ ধারায় খুব বেশি পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফক্সি লুক, ইউফোরিক ব্লাশ লুক, চুলের সাজে নিপাটভাব, সাজে এখন এসবই চলছে বেশি। ভুরু মোটা করে আঁচড়ানো, ম্যাট লিপস্টিক, গ্লসি লিপস্টিক, চোখে গ্রাফিক্যাল সাজ, রঙিন কাজল ও আইশ্যাডো থেকে যে যাঁর পছন্দমতো সাজ বেছে নিচ্ছেন।
সাজের মাধ্যমে চেহারা একটু ওপরের দিকে টেনে তোলার একটা প্রবণতাও দেখা যাচ্ছে, জানালেন রূপসজ্জাকর জাহিদ খান। ডিউয়ি লুকে যেমন সাজছেন, তেমনি ম্যাট লুকেও নিজেকে তুলে ধরা হচ্ছে।
তবে ‘নকশা’র এই আয়োজনে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে সাজানোর সময় চলতি ধারার এসব সাজের সব ফুটিয়ে তোলা হয়নি। বরং আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে যায়, এমন সব হালকা সাজকেই প্রাধান্য দেওয়া হয়েছে।
চোখে আইশ্যাডোর ব্যবহার কম করা হয়েছে, লিপস্টিকের রং রাখা হয়েছে হালকা, ব্লাশঅনের ছোঁয়াটাও এতটাই যত্নের সঙ্গে গালের ওপর বোলানো হয়েছে যে বোঝাই যাচ্ছে না রং। তবে চুলের সাজে ভিন্নতা আনা হয়েছে। খোলা ও বাঁধা—দুই অবস্থাতেই বজায় রাখা হয়েছে ছিমছাম ভাব।