শীতে শাড়ির সঙ্গে সোয়েটারে আনুন স্টাইলিশ লুক
ঠান্ডা পড়লে ফ্যাশন উবে যাবে, ধারণাটি ভুল। বরং শীতের সঙ্গে তাল মিলিয়ে স্টাইল করা যায় খুব সহজে। সময়টা দাওয়াতের। শাড়ি পরা হয়েই থাকে এ সময়। সাধারণত চাদরটাকেই সঙ্গে নেওয়া হয়।
শীত থেকে বাঁচতে চাদরকে মেলেই পরতে হবে। এ সময়ই বাঁধে সমস্যা। অনেকেই সামলাতে পারেন না। জবুথবুভাব চলে আসে পুরো লুকে। চাইলেই শাড়িকে শীতপোশাকের সঙ্গে ভিন্নভাবে পরা সম্ভব।
কেতাদুরস্ত সাজে স্টাইলও থাকবে আবার বাঁচবেন ঠান্ডা থেকেও।
এ জন্য বেছে নিতে পারেন ক্রপ টপ বা সোয়েটার। শাড়ির সঙ্গে অনায়াসেই পরতে পারেন। ছোট হাতার উলের সোয়েটারই পরা হতো আগে। তবে এখন শীতের সময় ক্রপড টপ স্টাইলের সোয়েটার আর সোয়েটশার্ট আরাম, ভিন্নতা, স্বচ্ছন্দ এনে দিচ্ছে সাজে।
শাড়ির সঙ্গে সোয়েটার পরলে সেটা ব্লাউজের কাজও করে দেবে। সোয়েটার একটু আঁটসাঁট হলেই ভালো। টার্টল নেক বা হাই নেক সোয়েটারের সঙ্গে শাড়ি পরতে পারেন। সোয়েটার যদি এক রঙের হয়, তাহলে নকশা শাড়ি পরলে ভালো দেখাবে। শাড়ি যদি নকশাবিহীন হয়, তাহলে সোয়েটারের মধ্যে নকশা থাকতে পারে। সোয়েটার উঁচু গলার হলে, কানে দুল পরে নিতে পারেন।
শাড়ি আর পরিবেশের সঙ্গে মিলিয়ে বড় বা ছোট দুল বেছে নিন। শাড়ির সঙ্গে যে সোয়েটারটি পরবেন, তা যদি লম্বা হয়, তাহলে ক্রপটপ বা সোয়েটারের বাকি অংশ পেটিকোটের ভেতর গুছিয়ে ঢুকিয়ে দিতে পারেন। এতে করে দেখতে ভালো লাগবে।
ছবিতে অভিনেত্রী ফারিহা শামস সেওতি জয়শ্রী সিল্কের শাড়ির সঙ্গে সাদা রঙের ক্রপড টপ স্টাইলের পাতলা সোয়েটার পরেছেন। শাড়ির আঁচল ছেড়ে রেখেছেন। খোলা চুলের এই সাজটি মানানসই যেকোনো আয়োজনের জন্য।