পোশাকের সবুজ পটে টকটকে লাল

পোশাকে চেতনা ধারণ করার ভাবনাটি নতুন নয়। দুটি রঙের মিশেলে দেশের জন্য ভাবনাকে ফুটিয়ে তুলতে পারা যায় অনায়াসে। লাল-সবুজ মানেই একটি চেতনা। সব পরিচয় ছাপিয়ে যেখানে বড় হয়ে ওঠে নিজেদের বাংলাদেশি পরিচয়টাই। পোশাকের সবুজ পটে লাল টকটকে রঙের উপস্থাপনে দেশের জন্য মনপ্রাণ উজাড় করা ভালোবাসাই ফুটে ওঠে।

লাল-সবুজ মানেই একটি চেতনা। মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী।
শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, ব্লাউজ: সরলা। ছবি: সুমন ইউসুফ
সবুজ রাজশাহী সিল্কে কাঁথাস্টিচের ভরাট কাজের শাড়িটিতে তুলে ধরা হয়েছে দেশজ আবহ।
গয়না: রঙ্গবতী। ছবি: সুমন ইউসুফ
শাড়িতে নকশিকাঁথার বুনন, যা আবহমান বাংলার এক শৈল্পিক ঐতিহ্য। গ্রামীণ অবসরের প্রতিফলন। আধুনিক এ সময়ের ফ্যাশনের বুননেও যেন এটি চলতি ধারা।
সাজ: অরা বিউটি লাউঞ্জ। ছবি: সুমন ইউসুফ
সঙ্গে লাল ঘটিহাতার ব্লাউজ। বিপরীত রঙে ফুটে উঠেছে দেশজ ভাবনা।
স্থান কৃতজ্ঞতা: রেনেসেন্স ঢাকা গুলশান হোটেল। ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন