পোশাকে, ফ্যাশনে জমে উঠেছে মস্কো
ফ্যাশনের ‘বিগ ফোর’ বলা হয় প্যারিস, লন্ডন, নিউইয়র্ক ও মিলান শহরকে। তাদের ফ্যাশন উইকগুলো নিয়ে তাই পৃথিবীজোড়া মানুষের বাড়তি আগ্রহ থাকে। এই চারের বাইরেও একটা নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে, সেটা ‘মস্কো’।
রাশিয়ার রাজধানী মস্কোতে ২০ বছর ধরে নিয়মিত আয়োজিত হচ্ছে ‘মস্কো ফ্যাশন উইক’ (Moscow Fashion Week)। চলতি বছর এই আয়োজন শুরু হয়েছে ১৩ মার্চ। ছয় দিনের এই ফ্যাশন আয়োজন শেষ হবে ১৮ মার্চ।
মস্কোর এই ফ্যাশন শোতে রাশিয়ার বিভিন্ন অঞ্চল বা শহর থেকে আগত ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ড অংশ নিচ্ছে।
রাশিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, স্পেন, ভারত, আর্মেনিয়া, দক্ষিণ আফ্রিকা, চীন, ইথিওপিয়া, তুরস্ক ও তাজিকিস্তানের মতো দেশের ডিজাইনাররা তাঁদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন। রাশিয়ার কালচারাল ফাউন্ডেশন অব ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডেভেলপমেন্টের (Cultural Foundation of Fashion and Design Development) আয়োজনে ‘মস্কো ফ্যাশন উইক’ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ভবন মানেজের সেন্ট্রাল এক্সিবিশন হলে।
১৪ মার্চ মোট ছয়টি ফ্যাশন কিউতে ছয়জন ডিজাইনার তাঁদের সংগ্রহ তুলে ধরেন। এই ছয়ের মধ্যে রাশিয়ান ব্র্যান্ড জোটেনি, কিসিলিঙ্কো, এরমিলভ ও পিরসেভ ছাড়াও চীন ও ইন্দোনেশিয়ার দুজন ডিজাইনারের সংগ্রহ দেখানো হয়।
ফ্যাশন কিউতে রুশ ডিজাইনাররা নিজেদের নানা ভাবনা তুলে ধরেছেন পোশাকের নকশায়। কেউ কেউ বার্তা দিয়েছেন পৃথিবীকে আরও সবুজে ভরিয়ে তোলার। পোশাকের সংগ্রহের মধ্যে দেখা গেল মিডি ড্রেস, স্লিট গাউন, ওভারকোট, জ্যাকেট, টি-শার্ট, ব্যাগি, জর্গাসসহ নানা কিছু।
তারুণ্যের পোশাকে ড্রপ শোল্ডার ট্রেন্ড যে ভালোমতো জায়গা করে নিয়েছে, সেটা রাশিয়া এসেও বোঝা গেল। বিশ্ব ফ্যাশনে এই ট্রেন্ড আরও কিছুদিন দাপিয়ে বেড়াবে বলেই মনে হচ্ছে।
ডিজাইনারদের সংগ্রহের প্রায় সবটাই উইন্টার মাথায় রেখে সাজানো। ১৪ মার্চ ইন্দোনেশিয়ার ব্র্যান্ড ‘রিবর্ন টুয়েন্টিনাইন বাই শুকরিয়া রুশদি’ ও চীনা ব্র্যান্ড ‘আই-লা’ তাদের সংগ্রহ তুলে ধরে।
এর আগে ১৩ মার্চ উদ্বোধনী দিনে আটটি ব্র্যান্ড তাদের সংগ্রহ দেখায় রানওয়েতে। যার মধ্যে ছয়টি রাশিয়ান ব্র্যান্ড ছাড়াও আর্মেনিয়ার ‘লুম উইভিং’ ও দক্ষিণ আফ্রিকার ‘মুসাউইনকেসি’ অংশ নেয়।
ফ্যাশন ছাড়াও ছয় দিনের এই আয়োজনের অন্যতম অংশ ফ্যাশন বাজার। যেখানে প্রায় ৬৩টি পোশাক, ব্যাগ, জুতা, জুয়েলারি দিয়ে নানা ফ্যাশন ব্র্যান্ড তাদের সংগ্রহ সাজিয়েছে। এই ফ্যাশন বাজারে একপলক চোখ ঘোরালেই বোঝা যায়, রাশিয়ার বিভিন্ন অংশের ফ্যাশন–ভাবনা।
আয়োজনের তৃতীয় দিনে চারটি রাশিয়ান ব্র্যান্ড ছাড়াও স্পেন ও ইথিওপিয়ার দুটি ব্র্যান্ড তাদের সংগ্রহ তুলে ধরে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোর ফ্যাশন ফান্ড মূলত দেশি-বিদেশি ফ্যাশনকে উদ্যাপন করতেই এই আয়োজন চালু রাখতে চায়।