প্রভাবশালী চার ফ্যাশন ডিজাইনারের তালিকায় বাংলাদেশের তাসমিত আফিয়াত
উত্তর আমেরিকার জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্লগ আনোকি মিডিয়া ২২ মার্চ প্রভাবশালী চার মার্কিন-দক্ষিণ এশীয় ফ্যাশন ডিজাইনারের নাম প্রকাশ করেছে, যাঁরা নিজেদের ফ্যাশন ভাবনা ছড়িয়ে দিচ্ছেন বিশ্বব্যাপী। এই সংক্ষিপ্ত তালিকায় একমাত্র মার্কিন-বাংলাদেশির নাম তাসমিত আফিয়াত। বাকিদের মধ্যে দুজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ফ্যাশন ডিজাইনার ও একজন মার্কিন-শ্রীলঙ্কান।
আনোকি মিডিয়া বলছে, ‘(যুক্তরাষ্ট্রের) নিউইয়র্ক থেকে (চীনের) সাংহাই! গ্লোবাল ফ্যাশনের স্টেজ দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণ এশীয় নারী ফ্যাশন ডিজাইনাররা। আন্তর্জাতিক নারী দিবসের মাসে আমরা উদ্যাপন করতে চাই মেঘা রাও, আনিথ অরোরা, নাথারলিয়া ইয়োহামপাথ (শ্রীলঙ্কান) ও তাসমিত আফিয়াত অর্নিকে। তাঁরা প্রতিনিয়ত প্রতিবন্ধকতা পেরিয়ে নিজেদের স্থানীয় সংস্কৃতিকে বিশ্ব ফ্যাশনের মঞ্চে তুলে ধরে সমাদর পাচ্ছেন।’
তাসমিত আফিয়াত জানান, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। বললেন, ‘বললে বিশ্বাস করবেন কি না জানি না, ওরা আমাকে অভিনন্দন জানিয়ে মেইল পাঠিয়েছে। আমি সেটা দেখেছি ১৬ ঘণ্টা পর। এখনো ওদের ধন্যবাদ জানিয়ে মেইলের উত্তর দেওয়া হয়নি। আশা করি, কাল সকালে (২৪ মার্চ) মেইলের উত্তর দেব। আনোকি হয়তো আমাদের কাজ নিয়ে সামনে বড় ফিচার করবে।’
তাসমিতের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। জীবনসঙ্গী সাবিন হিন্টন মার্কিন নাগরিক, পেশায় মার্কিন পররাষ্ট্রবিষয়ক কর্মকর্তা। ২০২২ সালের নভেম্বরে রিকশা-প্রিন্টের থিমের লেহেঙ্গা পরে ঘোড়ায় চড়া তাসমিতের বিয়ের ছবি সে সময় ভাইরাল হয়ে ঘুরে বেড়িয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেই সময় হিন্টন নিযুক্ত ছিলেন ঢাকায়, মার্কিন দূতাবাসে। এখন কর্মসূত্রে রয়েছেন কাতারের দোহায়। তাসমিতও তাই কাতারের দোহা থেকেই এগিয়ে নিচ্ছেন পেশাজীবন। সেখানেও তিনি বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন তাঁর সংগ্রহের ভেতরে। তাঁর নকশা করা আবায়াও অনলাইনে বিক্রি হচ্ছে দেদার। এ মুহূর্তে তিনি আছেন বাংলাদেশে, বাফুফের অফিশিয়াল ডিজাইনার হিসেবে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের জার্সির (অ্যাওয়ে) নকশার কাজে। ৫ এপ্রিল ফিরে যাবেন কাতারে।
এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত মিস ইউনিভার্সের আসরে শিরিন শিলাও পরেছিলেন তাসমিতের নকশা করা লাল জামদানি শাড়ি, সঙ্গে রিকশার হুড আর বর্ণমালার গয়না। সেই ছবিটিই প্রকাশ করেছে কানাডার টরন্টো থেকে পরিচালিত আনোকি মিডিয়া।
এক যুগের বেশি সময় ধরে ডিজাইনার হিসেবে কাজ করছেন তাসমিত। তিনি ফ্যাশন ব্র্যান্ড স্ট্রাইডের প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান ফ্যাশন ডিজাইনার। গত বছর অক্টোবরে সাংহাই ফ্যাশন উইকে ইতালীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আরমানি, ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস লুই ভুঁতোর মতো গ্লোবাল ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে তাঁর টেকসই লাক্সারি সংগ্রহও প্রদর্শিত হয়। সেখানে দেশি কাপড়ের বিদেশি পোশাকে তুলে ধরা হয়েছিল জুলাই বিপ্লব। ‘সাসটেইনেবল হাই ফ্যাশন’ নিয়ে কাজ করছেন ওয়ার্ল্ড ফ্যাশন অর্গানাইজেশনের সঙ্গে।
সম্প্রতি তাসমিত জামদানি কাপড়ে টেকসই লাক্সারি পশ্চিমা বিয়ের গাউনের সংগ্রহ এনেছেন। সেগুলো থেকে ভালো সাড়াও পাচ্ছেন। ঢাকা (বাংলাদেশ), সাংহাইয়ের (চীন) পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্টল দিতে চলেছেন তিনি। তা ছাড়া স্ট্রাইডের অনলাইন পেজে পাওয়া যায় তাসমিতের সংগ্রহ।