ভাষা দিবসে দেশি পোশাকের সংগ্রহ

বিভিন্ন দিবসকে সামনে রেখে দেশি পোশাকের ব্র্যান্ডগুলোর থাকে বিশেষ আয়োজন। একুশের সংগ্রহে সাদা–কালোর সঙ্গে এবার যুক্ত হয়েছে লাল, ছাই আর কমলা রং। দেশি পোশাকের এবারের সংগ্রহে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সাদা–কালো শাড়িতে যোগ দিয়েছে লাল
ছবি: সংগৃহীত

বিশ্বরঙের একুশে সংগ্রহ

শিল্পভাবনায় সব সময়ই জাতিগত চেতনার সহযাত্রী বিশ্বরঙ। তাদের একুশের প্রয়াসেও সেই চেতনারই বহিঃপ্রকাশ। একুশ এখন আর শুধু পালনের দিন নয়, এটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশেরও একটি দিন। একুশের পোশাকগুলোতে কালো আর সাদা তো আছেই। কিছু কিছু ক্ষেত্রে লাল রঙের উপস্থিতি কালো আর সাদাকে দিয়েছে ভিন্নমাত্রা।

লাল রঙের উপস্থিতি কালো আর সাদাকে দিয়েছে ভিন্নমাত্রা
ছবি: সংগৃহীত

পোশাক অলংকরণে বাংলা বর্ণমালা হয়ে উঠেছে একুশের চেতনার অনুষঙ্গ।
শীতের শেষ বেলার পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি কাপড়। বিশ্বরঙের শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ—এসবে তুলে ধরা হয়েছে শহীদ মিনার, বাংলা বর্ণমালাসহ জ্যামিতিক নকশার বিভিন্ন নান্দনিক অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

প্রতিবছরের মতো এবারও ভাষা দিবসে এসেছে নতুন সংগ্রহ
ছবি: সংগৃহীত

রঙ বাংলাদেশের একুশে সংগ্রহ

অমর একুশকে সামনে রেখে ভাষার মাসে ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ এবার তাদের নতুন সংগ্রহ সাজিয়েছে জ্যামিতিক নকশাকে থিম করে। সাদা, কালো আর লালের সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে ছাই ও কমলা রং। তাদের সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, সিঙ্গেল ওড়না, ব্লাউজ, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, উত্তরীয়। আরও রয়েছে ছোটদের কামিজ, ফ্রক, স্কার্ট, টপস সেট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট।

সব বয়সীদের কথা মাথায় রেখে পোশাক করা হয়েছে
ছবি: সংগৃহীত

সুতি, হাফসিল্ক আর লিনেন কাপড়ে রয়েছে স্ক্রিনপ্রিন্ট। পোশাকের জমিনে করা হয়েছে হাতের কাজের অলংকরণ। সঙ্গে রয়েছে নানা অনুষঙ্গ। যুগল আর পরিবারের সবার জন্য রয়েছে একই থিমের পোশাক। উপহারসামগ্রী হিসেবে রয়েছে একুশের নানান ডিজাইনের মগ, জুয়েলারি, মেয়েদের ব্যাগ ও পার্স।

সাদা, কালো আর লালের সঙ্গে এ বছরের একুশে সংগ্রহে আরও যোগ করা হয়েছে ছাই ও কমলা রং
ছবি: সংগৃহীত

অঞ্জনস, কে ক্রাফটসহ অন্যান্য দেশি ব্র্যান্ডও এনেছে ভাষার মাসের বিশেষ সংগ্রহ।

সুতি, হাফসিল্ক আর লিনেন কাপড়ে রয়েছে স্ক্রিনপ্রিন্ট
ছবি: সংগৃহীত