ছুটিতে যাওয়ার আগে যেসব নিয়ম মানলে রক্ষা পাবেন বিপদ থেকে
পূজার ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছেন কিংবা যাচ্ছেন ঘুরতে। তবে ছুটিতে যাওয়ার আগে কিছু নিয়ম মেনে চলুন। নাহলে একটু অসতর্কতা মাটি করে দিতে পারে পুরো ছুটি...
বাড়িতে যাওয়ার আগে ফাঁকা বাসার নিরাপত্তা নিয়ে তাই সজাগ থাকা জরুরি। ছুটি শুরু হওয়ার আগেই পরিকল্পনা করে নিন আপনার বর্তমান বাসার কোন দিকগুলো নিরাপদ রাখা দরকার। অনেক সময় বাসার জিনিস মেরামত করার থাকে। যা করব করব করেও করা হচ্ছে না। তাই আজই মেরামত করে নিন বাসার লক, পানির ট্যাপ ইত্যাদি। কারণ, ছুটিতে থাকার সময় এসব জিনিস থেকে দুর্ঘটনা ঘটতে পারে।
বিশেষভাবে জোর দিতে হবে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে। নগর জীবনযাপনে আমরা প্রবলভাবে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, ওভেন, ওয়াশিং মেশিনের মতো নানা যন্ত্রের ওপর নির্ভরশীল। ছুটিতে যাওয়ার আগে এসব যন্ত্রের সংযোগ বিচ্ছিন্ন করে রেখে যেতে হবে। এখন যেহেতু বৃষ্টিও হচ্ছে, তাই বজ্রপাতের আশঙ্কাও আছে। বজ্রপাতের সময় এসব যন্ত্রের বৈদ্যুতিক সংযোগ থাকলে দুর্ঘটনা ঘটার আশংকা বেশি। ফ্রিজে বেশি খাবার জমে থাকলে তা দ্রুতই শেষ করে ফেলুন। কারণ, বাড়ি ছাড়ার আগেই ফ্রিজ খালি করে সংযোগ বিচ্ছিন্ন করে যেতে হবে।
বাসা থেকে চলে যাওয়ার দিন অবশ্যই মনে করে গ্যাসের চুলা বন্ধ করে রেখে যেতে হবে। চুলার সামনের দিকের নব ছাড়াও পেছনের দিকে থাকা চাবিও বন্ধ করে রেখে যান। রান্নাঘরে ভেন্টিলেটর না থাকলে জানালা অল্প করে খোলা রাখুন। যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে। না হলে বদ্ধ ঘরে গ্যাস ছড়িয়ে আগুন ধরে যেতে পারে। বাড়িতে কাজের লোক থাকলে কয়েক দিনের ছুটি দিন তাঁকে। অথবা বেড়াতে যাওয়ার সময় তাঁকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তবে কোনোভাবেই তাঁকে একা ঘরে তালা মেরে রেখে যাবেন না।
নগরে বাসায় অনেকেই পোষা প্রাণী রাখেন। আদরের পোষা প্রাণীটাকে সঙ্গে নিয়ে যাওয়াই ভালো। তবে নিয়ে যেতে না পারলে এমন স্থানে রেখে যেতে পারেন, যেখানে সে নিরাপদ থাকবে। ফেসবুকে অনেক গ্রুপ আছে যারা পেট লাভার (পোষা প্রাণী ভালোবাসে)। সেখানে একটা পোস্ট দিয়ে পছন্দমতো কারও বাসায় রেখে যেতে পারেন আপনার পোষা প্রাণীকে। প্রয়োজনীয় জিনিসপত্রসহ সেখানে পোষা প্রাণীটি বুঝিয়ে দিয়ে গেলে আপনি নিজেও স্বস্তিতে থাকবেন।
শহুরে জীবনে অনেকেই নিজের বাসার বারান্দাকে এক টুকরো সবুজে ভরে তোলেন। গাছপালা আর লতাপাতায় বাড়িরও শোভা বাড়ে। তবে নিয়মিত গাছের যত্ন নিতে হয়। এর মধ্যে পানি দেওয়াটা বিশেষ দরকারি। গাছের যত্নে পানির বিকল্প নেই। সাধারণত পানি ছাড়া এক সপ্তাহ গাছ ভালো থাকে। তবে এর বেশি হলে পানির ব্যবস্থা করতে হবে।