ভালোবাসার মাসে হোক আনন্দময় ঘোরাঘুরি
চলছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। ভ্যালেনটাইনস ডে ও ফাগুনের সৌরভ—দুটিই নিয়ে আসে ফেব্রুয়ারি। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি এখন নতুন উৎসবের উপলক্ষ হয়ে উঠেছে বাঙালির কাছে। প্রিয়জনদের সঙ্গে ফাল্গুন মাসের আগমন এবং বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপনের জন্য কত না উপায় এখন। তাই এই মাসে কাছের মানুষদের নিয়ে কোথায় ঘুরতে যেতে পারেন, তা জানাতে আজকের এই আয়োজন।
যেহেতু পয়লা ফাল্গুন এবং ভ্যালেনটাইনস ডে উপলক্ষে কোনো সরকারি ছুটি নেই, তাই খুব বড় ভ্রমণ–পরিকল্পনা হাতে নেওয়া হয়তো সম্ভব হবে না। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ছোটখাটো একটা পরিকল্পনা করাই যায়। বিশেষ দিনের সুবাদে বিভিন্ন রিসোর্ট এবং হোটেলে থাকে ভিন্ন রকমের আয়োজন। অল্প সময়ের মধ্যে আরামদায়ক ভ্রমণ–পরিকল্পনার জন্য ঢাকার আশপাশের রিসোর্টগুলোর তুলনা হয় না।
ঢাকা থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এসব জায়গায় পৌঁছে সুন্দর সময় কাটানো যায়। আর রিসোর্টগুলোর মধ্যেই বিনোদনের এত সুন্দর ব্যবস্থা থাকে যে বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন হয় না। ঢাকা থেকে গাজীপুর, সাভার, মুন্সিগঞ্জ ইত্যাদি এলাকায় পৌঁছানো যায় এক থেকে দুই ঘণ্টার মধ্যে। সুইমিং পুল, ছোটদের খেলার জায়গা, স্পোর্টসের সুব্যবস্থা, এমনকি নৌকা চালানোর সুযোগও পাওয়া যায় ঢাকার পার্শ্ববর্তী কিছু রিসোর্টে। তাই এই ভ্যালেনটাইনস ডে অথবা পয়লা ফাল্গুন উদ্যাপন করতে ঘুরে আসতে পারেন শহরের আশপাশের যেকোনো রিসোর্ট থেকে।
তবে এত বিকল্পের মধ্যে সেরা রিসোর্ট পরিকল্পনা করে বুক করা অনেকের জন্য বেশ কষ্টদায়ক। প্রথমত একই ওয়েবসাইটে সব রিসোর্ট পাওয়া যায় না, আবার আলাদা আলাদা খুঁজতেও প্রচুর সময় অপচয় হয়। তাই ঝামেলামুক্তভাবে রিসোর্ট বুকিং করতে দেখে নিতে পারেন গোযায়ান। তাদের অ্যাপ ব্যবহার করে ফোনেই ছবিসহ জেনে নিতে পারবেন ঢাকার আশপাশের নানা রিসোর্ট সম্পর্কে। আলাদাভাবে রিসোর্ট খোঁজার প্রয়োজন হবে না, দামসহ সব তথ্য আছে গোযায়ানে। আপনার অবস্থান থেকে দূরত্ব, রিসোর্টের সুযোগ–সুবিধা, রুম এবং পারিপার্শ্বিক আবহের ছবি—সবই দেখে নিতে পারবেন গোযায়ান অ্যাপে। রাতে থাকতে না চাইলে শুধু সারা দিন কাটানোর ব্যবস্থা সম্পর্কেও খোঁজ পাবেন সেখানে। সম্পূর্ণ অনলাইনে ভ্রমণসংক্রান্ত সব বিষয় জানতে এবং রিসোর্ট বুক করতে এখনই দেখে নিন গোযায়ান।
ফেব্রুয়ারি মাসটা বাইরের দেশগুলোতেও বেশ আনন্দের সঙ্গে কাটে। ভ্যালেনটাইনস ডে উদ্যাপন করতে জনপ্রিয় হানিমুন গন্তব্যগুলোতে চলে বিশেষ অফার ও আয়োজন। দম্পতিদের জন্য সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক গন্তব্যগুলোর মধ্যে একটি হলো মালদ্বীপ। ফেব্রুয়ারি মাসজুড়ে মালদ্বীপের বিভিন্ন রিসোর্টে থাকে নানা আয়োজন। দেশটি ঘুরে আসার আদর্শ সময়ও নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। তাই ভালোবাসার মাস ফেব্রুয়ারিই হতে পারে আপনার মালদ্বীপ–ভ্রমণের জন্য সেরা সময়। মালদ্বীপের রিসোর্টগুলোতে যাওয়া–আসার ব্যবস্থা কিছুটা ভিন্ন। ফ্লাইট থেকে নামার পরই স্পিডবোট অথবা সি প্লেনে করে পৌঁছাতে হয়। ভ্রমণের ধরন ভিন্ন হওয়ায় অনেকেই মালদ্বীপে ভ্রমণ–পরিকল্পনার সময় বিভ্রান্ত হন। তাই এসব বিভ্রান্তি এড়াতেও দেখে নিতে পারেন গোযায়ান। রিসোর্টের সাম্প্রতিক ছবির পাশাপাশি তাদের অ্যাপে পেয়ে যাবেন পারিপার্শ্বিক সব সুযোগ–সুবিধার তথ্য।
এ ছাড়া রোমান্টিক কিছু আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে আছে থাইল্যান্ড, কাশ্মীর ইত্যাদি। থাইল্যান্ডের কিছু দ্বীপে পাওয়া যায় একদম মালদ্বীপের মতো দৃশ্য ও আমেজ। প্রিয়জনের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য ফি ফি দ্বীপ, কো সামুই, কো ফাঙ্গান ইত্যাদি খুবই দারুণ কিছু বিকল্প। পৃথিবীতে ‘এক টুকরো স্বর্গ’ হয়ে আরও আছে কাশ্মীর। এই মাসটি কাশ্মীর ঘুরে আসার জন্যও বেশ উপযুক্ত।
দেশের ভেতরে হোক বা বাইরে, ভালোবাসা দিবস ও পয়লা ফাল্গুন মিলিয়ে এই মাস প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরে আসার জন্য খুবই ভালো একটা সময়। তাই কক্সবাজার বা কাশ্মীর—ভ্রমণ হোক সীমাহীন।