সৌন্দর্যচর্চায় যেভাবে কফির ব্যবহার করা হয়

কফি অ্যান্টি–অক্সিডেন্টের উৎস। মডেল: নুসরাত জামান তিথি
ছবি: সুমন ইউসুফ

এক চুমুকেই শরীর–মন দুটোই চাঙা করে কফি। আপনি কফি খান না? তাহলে মুখে লাগান! সৌন্দর্যচর্চার উপাদান হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ জনপ্রিয় কফি। নামীদামি প্রসাধনীতেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে কফি। কেননা, অ্যান্টি–অক্সিডেন্টের উৎস কফি। এ ছাড়া এতে থাকা ভিটামিন ও অম্লীয় উপাদান ত্বক ও চুলের যত্নে অনন্য। দিনভর বাইরে থাকার কারণে ত্বকে দেখা দেয় নানা রকম দূষণ। ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা ছত্রাকের সংক্রমণও হতে পারে। এর কোনোটাই ক্ষতির কারণ হয়ে উঠবে না, যদি আপনার ত্বকে থাকে কফির সুরক্ষিত দেয়াল। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন বলেন, কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বকের স্তরে জমে থাকা ধুলাবালু পরিষ্কার করে ফেলে। সেই সঙ্গে এতে থাকা অম্লীয় উপাদান ত্বকের বন্ধ হয়ে যাওয়া রোমকূপের মুখ খুলে দেয়, ফলে ত্বকও হয়ে উঠে মসৃণ।

খুব সহজেই কফি দিয়ে বানানো যায় বডি স্ক্রাব
ছবি: সুমন ইউসুফ

কফির স্ক্রাবার

বাটিতে সমপরিমাণ কফি ও চিনি মিশিয়ে নিন। সঙ্গে মেশান লেবুর রস। কফি ও চিনি পুরোপুরি গলবে না। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে পাঁচ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন। ১৫ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই দিন ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হবে এবং ত্বকও সতেজ থাকবে।

 কফি দিয়ে মাস্ক

আধা কাপ কফির সঙ্গে আধা কাপ কোকো পাউডার মিশিয়ে নিন। ১ কাপ দুধ, ১ টেবিল চামচ লেবুর রস ও মধু নিন। মধু এখানে ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে। লেবুর রস ও দুধ আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন এই মাস্ক।

 কফির ফেসপ্যাক

১ টেবিল চামচ মধু ও ১ চা-চামচ কফি বাটিতে নিয়ে ভালো করে মেশান। এবার মুখে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। অল্প শুকনা থাকতেই মালিশ করে করে তুলে নিন। পরে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। রাতে মধু ও কফির প্যাক ব্যবহার করলে সারা দিন ত্বক থাকবে সতেজ।

ত্বক উজ্জ্বল করতে কফির বিকল্প নেই।
ছবি: সুমন ইউসুফ

প্রাকৃতিক কন্ডিশনার

চুলের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কফির পেস্ট লাগাতে পারেন। এই পেস্ট তৈরি করতে দরকার হবে কফিগুঁড়া এবং পরিমাণমতো পানি। চুলে শ্যাম্পু করার পর পানি দিয়ে কফি পেস্ট চুলে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। চুলকে উজ্জ্বল করার পাশাপাশি এটি চুলে কফির রং নিয়ে আসবে। এ ছাড়া চুলে কন্ডিশনারের সঙ্গে ১ বা ২ চা-চামচ কফিগুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন।

 চোখের নিচে কালো দাগ দূর করতে কফি

পান করার পর কফির দানাগুলো ফেলে না দিয়ে ঠান্ডা করে চোখের চারপাশে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এ ছাড়া ১ চা-চামচ কফিগুঁড়া, ১ চা-চামচ মধু ও কয়েক ফোঁটা ভিটামিন ই তেল (ক্যাপসুল আকারে কিনতে পাওয়া যায়) মিশিয়ে চোখের চারপাশে ঘষুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 কফির বডি স্ক্রাবার

কফি দিয়ে বডি স্ক্রাব বানানো খুব সহজ। ১ টেবিল চামচ কফির গুঁড়া, ১ টেবিল চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। গোসলের আগে ভেজা ত্বকে লাগান। ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ত্বকের ওপর স্ক্রাব করুন। বিশেষ করে হাতের কনুই, হাঁটু, কাঁধে ভালোভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে লাগান। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুকনা তোয়ালে দিয়ে আলতো করে চেপে চেপে মুছুন। এই বডি স্ক্রাবার ব্যবহারের পর বাড়তি লোশনের প্রয়োজন নেই। কেননা, নারকেল তেলই আপনার ত্বককে আর্দ্র করে তুলবে। সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন। এ ছাড়া ত্বকের বাড়তি মেদ কমানো, খুশকি রোধ, চুলের গোড়া শক্ত করে তোলা, রোদে পোড়া দাগ কমাতে এবং ত্বক উজ্জ্বল করতে কফির বিকল্প নেই।