মাধুরী দীক্ষিত চুল মসৃণ ঝলমলে রাখতে নিয়মিত এই হেয়ার প্যাক ব্যবহার করেন

মাধুরী দীক্ষিত
ছবি: সংগৃহীত

মাধুরী দীক্ষিতের চুল বরাবরই আলাদা করে সবার নজর কাড়ত। এখনো সে আকর্ষণে এতটুকু ভাটা পড়েনি। ৫০ পেরিয়েও ধরে রেখেছেন মসৃণ কালো ঝলমলে চুল। তার অবশ্য একটা রহস্যও আছে। চুলে সবার মতো সরাসরি তেল ব্যবহার করেন না মাধুরী; বরং তেল দিয়ে বানান বিশেষ এক প্যাক। তারপর সেটা ব্যবহার করেন। জেনে নিন মাধুরীর সেই বিশেষ তেল বানানোর রহস্য।

হেয়ার প্যাক বানাতে মাধুরী ব্যবহার করেন নারকেল তেল, কারিপাতা, পেঁয়াজ আর মেথির বীজ
ছবি: প্রথম আলো

উপকরণ
নারকেল তেল, কারিপাতা, পেঁয়াজ আর মেথির বীজ।

কীভাবে বানাবেন
প্রথমে এক কাপ নারকেল তেল নিয়ে গরম করতে হবে। তাতে দিতে হবে ১০-১২টি কারিপাতা আর এক টেবিল চামচ মেথির বীজ। সঙ্গে কুচি কুচি করে কাটা কিছু পেঁয়াজ। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে।

ব্যবহারবিধি
সপ্তাহে ২-৩ বার নিজের বানানো এই তেলের মিশ্রণ চুলে ব্যবহার করেন মাধুরী।
কিসে কী উপকার
নারকেল তেল চুল ভাঙা ও দূষণ রোধ করে। চুলে জোগায় প্রয়োজনীয় আর্দ্রতা। কারিপাতায় আছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। যেগুলো চুলকে রাখে নরম ও মসৃণ। মেথির বীজ দূরে রাখে মাথার ত্বকের জ্বলুনি ও খুশকি। এই খুশকি থেকে হতে পারে চুল পড়ার সমস্যা। আর যদি কারও সেই সমস্যা থাকেই, তাঁর জন্য ভীষণ উপকারী পেঁয়াজ।


তথ্যসূত্র: জাগরণ ইংলিশ