বিয়ের জন্য আপনি কি প্রস্তুত?

একটু সময় নিয়েই বর–কনের নিজেদের প্রস্তুত করে তোলা উচিতছবি: কবির হোসেন

বড়সড় অনুষ্ঠান হোক কিংবা না হোক, আক্‌দ বা বিয়ে পড়ানোর আয়োজন বর–কনের জীবনের এক অনন্য দিন নিঃসন্দেহে। তবে চটকদার বিজ্ঞাপনে প্রলোভিত হয়ে অল্প সময়ে নিজেকে সুন্দর করে তুলতে চাইলে হিতে বিপরীত হতে পারে। তাই একটু সময় নিয়েই বর–কনের নিজেদের প্রস্তুত করে তোলা উচিত। জীবনের যেকোনো পর্যায়েই স্বাস্থ্যকর খাবার ও পর্যাপ্ত পানি খাওয়া, ঠিকঠাক ঘুম আর চাপমুক্ত জীবনযাপন প্রয়োজন সুস্থতার জন্য। জীবনের নতুন ইনিংস শুরুর আগেও এ চর্চা আবশ্যক। চাইলে প্রতিষ্ঠানভিত্তিক সৌন্দর্যসেবাও নেওয়া যেতে পারে।

কনের অন্তত ছয় সপ্তাহ সময় নিয়ে বিয়ের দিনের জন্য নিজেকে প্রস্তুত করা ভালো
ছবি: কবির হোসেন

কনের প্রাণবন্ত ত্বক

হার্বস আয়ুর্বেদিক স্কিন কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমী জানালেন, অন্তত ছয় সপ্তাহ সময় নিয়ে বিয়ের দিনের জন্য নিজেকে প্রস্তুত করা ভালো। অন্যান্য যত্নের পাশাপাশি ভিটামিন সি সিরাম দারুণ কাজে দেয়। কুড়িটা ভিটামিন সি ট্যাবলেট গুঁড়া করে এর সঙ্গে পরিমাণমতো অ্যালোভেরা জেল, কয়েক ফোঁটা গ্লিসারিন আর কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিলে সিরাম হিসেবে ব্যবহার করা যায় কুড়ি-পঁচিশ দিন অবধি।

তাঁর কাছ থেকেই জেনে নিন কিছু ফেসপ্যাক তৈরির উপায়। সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এসব ফেসপ্যাক।

• শুষ্ক ত্বকের জন্য ভাজা চিনাবাদামের খোসা ও বাদামের পাতলা বাদামি স্তর ফেলে বাদাম গুঁড়া করে নিন। ভাজা গমও গুঁড়া করে নিতে হবে। এই দুই উপকরণ সমপরিমাণে নিয়ে ভালোভাবে মিশিয়ে রাখুন একটি কাচের বয়ামে। ফেসপ্যাকের জন্য বয়াম থেকে নিয়ে নিন প্রয়োজনমতো। এরপর ফুটন্ত দুধে মিশিয়ে প্যাক তৈরি করুন। আগে থেকে বীজ ফেলে ব্লেন্ড করে রাখা একটা মাঝারি আকারের খেজুরও যোগ করুন এ সময়। ঠান্ডা করে মুখে প্রয়োগের ১৫ মিনিট পর মালিশ করে করে তুলে ফেলুন।

আগে থেকে নিজের যত্ন নিলে বিয়ের দিন ত্বক থাকবে ভালো
ছবি: কবির হোসেন

• সংবেদনশীল ত্বকের জন্য হালকা ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন কিছু মটর কিংবা মুগডাল। মিহি গুঁড়া করে কাচের বয়ামে রেখে দিন। প্যাক তৈরির জন্য ডালের গুঁড়ার সঙ্গে পরিমাণমতো টকদই, কয়েক ফোঁটা গ্লিসারিন আর একচিমটি কর্পূর মিশিয়ে নিন খুব ভালোভাবে। প্যাক লাগানোর ১৫ মিনিট পর মালিশ করে করে তুলে ফেলুন।

• তৈলাক্ত ত্বক কিংবা যাঁদের ত্বকে ব্রণ আছে, তাঁরা ২ টেবিল চামচ লবঙ্গ, ২৫টি তেজপাতা আর ৮-১০টি দারুচিনি নিয়ে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিন। এরপর গুঁড়া করে মিশিয়ে কাচের বয়ামে রাখুন। প্যাক তৈরির সময় বয়াম থেকে দেড় চা–চামচ পরিমাণ বের করে নিন। এর সঙ্গে এক চা–চামচ ময়দা আর এক চা–চামচ চালের গুঁড়া নিন। পানি মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি প্রয়োগের পর জ্বালা ভাব হবে। তাতে ভয় নেই। জ্বালা বন্ধ হলে এরপর ধুয়ে ফেলুন। ব্রণ থাকলে রোজ ব্যবহার করতে হবে, তবে শুধু ব্রণের জায়গায়।

কনের চুলের যত্নে

আমলকী, শিকাকাই, মেথি আর ব্রাহ্মীর গুঁড়া নিন সমপরিমাণে। ভালোভাবে মিশিয়ে রেখে দিন কাচের বয়ামে। গরম পানিতে গুলিয়ে ঠান্ডা করে মাথার ত্বকে লাগাতে হবে সপ্তাহে দু-তিন দিন। মাথার ত্বকে প্যাক লাগিয়েই চুলে নারকেল তেল বা তিলের তেল লাগিয়ে ফেলুন। এরপর কালো তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে মাথায় জড়িয়ে রাখুন কিংবা যন্ত্রের সাহায্যে স্টিম নিন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুল প্রাণবন্ত ও ঘন দেখাবে।

বরেরও চাই যত্ন

চুল আর দাড়ি যদি থাকে, নতুন স্টাইল আনতে চাইলে আক্‌দের দু-তিন মাস আগেই তা করা উচিত
ছবি: কবির হোসেন

শোভন মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহা জানালেন বরের যত্নআত্তি প্রসঙ্গে। মাস তিনেক হাতে নিয়ে নিজের যত্ন শুরু করা ভালো। শীত মৌসুমে মুখে শিট মাস্ক ব্যবহার করুন, প্রয়োজন বুঝে সপ্তাহে এক থেকে চার দিন। নিয়মমাফিক স্ক্রাবিংও করা চাই। ত্বকে ময়েশ্চারাইজার দিন প্রতিদিন দু–তিনবার। সানস্ক্রিন সামগ্রীও প্রয়োজন। দাগছোপ কমাতে বা ত্বক উজ্জ্বল করতে আপনার জন্য কোন ধরনের ঘরোয়া যত্নের প্রয়োজন, একজন বিশেষজ্ঞকে দেখিয়ে সে বিষয়ে পরামর্শ নিন। দুই সপ্তাহ অন্তর মেনিকিওর ও পেডিকিওর করান। আর বিয়ের তিন-চার দিন আগে একবার।

চুল আর দাড়ি যদি থাকে, নতুন স্টাইল আনতে চাইলে আক্‌দের দু-তিন মাস আগেই তা করা উচিত। যাঁকে দিয়ে আপনি সব সময় চুল-দাড়ি কাটানোর কাজ করিয়ে থাকেন, তাঁর কাছেই যাওয়া উচিত এ সময়টাতেও। পরীক্ষামূলকভাবে অন্য কারও হাতে এসব কাজ করাতে যাবেন না। নইলে আপনার সব সময়কার স্টাইলটাই রাখুন, কেবল মাপমতো ছোট করে নিন। চুল-দাড়ি ছাঁটার কাজটি আক্‌দের কত দিন আগে করাবেন, তা অবশ্য নির্ভর করছে আপনার চুল-দাঁড়ির বৃদ্ধির হারের ওপর। প্রতিবার দাড়ি কামানোর পর তিন-চার দিন পর্যন্ত আফটার শেভ প্রসাধন ব্যবহার করুন।