আপনার কসমেটিকসে এসব ক্ষতিকর উপাদান নেই তো?

ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত বিভিন্ন কসমেটিকস বা প্রসাধনসামগ্রীতে যোগ করা হয় নানা ধরনের রাসায়নিক উপাদান। তবে এসবের সবই কিন্তু মানবদেহের জন্য নিরাপদ নয়। তাই প্রসাধনসামগ্রী কেনার সময়ই উপাদানগুলো দেখে নেওয়া প্রয়োজন। কিছু ক্ষতিকর উপাদান সম্পর্কে জেনে নেওয়া যাক, সুস্থ থাকতে যেসব এড়িয়ে চলা জরুরি।

ত্বক ও চুলের যত্নে ব্যবহৃত বিভিন্ন কসমেটিকস বা প্রসাধনসামগ্রীতে যোগ করা হয় নানা ধরনের রাসায়নিক উপাদানমডেল: সম্প্রীতি। ছবি: প্রথম আলো

প্যারাবেন

প্রসাধনসামগ্রী দীর্ঘদিন ভালো রাখার জন্য তাতে প্যারাবেন যোগ করা হয়। কিন্তু প্যারাবেনের কারণে ত্বকে অস্বস্তিকর অনুভূতি হতে পারে। এ ছাড়া শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রজননক্ষমতার ওপরেও। তাই প্রসাধনসামগ্রী কেনার আগে সেটি প্যারাবেনমুক্ত কি না, তা যাচাই করুন।

কৃত্রিম সুগন্ধি

প্রসাধনসামগ্রীতে কৃত্রিম সুগন্ধি যোগ করা হলে তা আপনার ত্বকের অস্বস্তির কারণ হতে পারে। তাই এ ধরনের সুগন্ধিযুক্ত সামগ্রী এড়িয়ে চলতে চেষ্টা করুন। বিশেষত ত্বকের সংবেদনশীল অংশগুলোতে এ ধরনের প্রসাধনসামগ্রী ব্যবহার না করাই ভালো।

থ্যালেট

থ্যালেট এমন এক উপাদান, যা প্লাস্টিকজাতীয় উপকরণকে ভেঙে যাওয়া থেকে বাঁচায়। ত্বকের প্রসাধনসামগ্রীর সুগন্ধি উপকরণের তালিকাতেও থ্যালেট থাকতে পারে। কিন্তু এই উপকরণও হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, প্রজননক্ষমতাও কমে যেতে পারে এর কারণে। এ ছাড়া এর কারণে গর্ভপাত ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই যেকোনো ধরনের থ্যালেট এড়িয়ে চলুন।

প্রসাধনসামগ্রী কেনার সময়ই উপাদানগুলো দেখে নেওয়া প্রয়োজন
ছবি: প্রথম আলো

ফরমালডিহাইড এবং যেসব উপকরণ থেকে ফরমালডিহাইড তৈরি হয়

ফরমালডিহাইড, ফরমালিন, মিথাইলিন গ্লাইকল—এই নামগুলোর কোনোটি যদি প্রসাধনসামগ্রীর উপকরণের তালিকায় থাকে, তাহলে সেটি ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকুন। প্রসাধনসামগ্রীতে আরও কিছু উপকরণ থাকতে পারে, যা থেকে ফরমালডিহাইড তৈরি হয়। ডিএমডিএম হাইডান্টোইন, পলি–অক্সিমিথাইলিন ইউরিয়া, গ্লাই–অক্সাল, ব্রোমোপল—এই নামগুলোও খেয়াল রাখুন। এ ধরনের সব উপকরণই মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। চোখ ও ত্বকে অস্বস্তিকর অনুভূতি, ত্বকের ফুসকুড়ি, মাথাব্যথা, গলাব্যথা, বমিভাব হতে পারে এ ধরনের উপদানের প্রভাবে। প্রভাব পড়তে পারে শ্বাসতন্ত্রের ওপরেও। এ ধরনের উপাদান দীর্ঘদিন ব্যবহার করলে কিংবা উচ্চমাত্রায় ব্যবহার করলে ক্যানসারের ঝুঁকিও বাড়ে।

আরও পড়ুন

পলিইথিলিন গ্লাইকল

প্রসাধনসামগ্রীতে নানা কাজে লাগে পলিইথিলিন গ্লাইকল। কিন্তু এটির কারণেও নানা ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

শেষ কথা

যুগে যুগে মানুষ জীবনকে সহজ ও চাকচিক্যময় করে তুলতে প্রকৃতির থেকে দূরে সরে এসেছে। কিন্তু কৃত্রিম বহু উপাদান মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাই নিরাপদ থাকতে যতটা সম্ভব গ্রহণ করুন প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ পণ্য।

সূত্র: ওয়েবএমডি ও হেলথলাইন

আরও পড়ুন