শীতে বেড়ে যায় দাওয়াতের ধুম। এই সময়ে মেকআপে কোন রংগুলো প্রাধান্য পাবে, কেমন বেজ মেকআপ চলবে ঠোঁটে, কোন রংগুলোই বা মানাবে, তা নিয়ে প্রশ্নের উত্তর দিলেন পারসোনার পরিচালক নুজহাত খান। সাক্ষাৎকার নিয়েছেন জিনাত শারমিন
এই শীতে মেকআপে কোন রংটা প্রাধান্য পাচ্ছে?
এবার লাতে মেকআপ ট্রেন্ডটা চলছে। হঠাৎ করেই। গত কয়েক বছরে আমরা এ রকম কোনো রঙের প্রাধান্য দেখিনি। লাতে কফির মতোই একটা রং। ওয়ার্ম ব্রাউন একটা রং। কমলা আর ব্রাউন মেশালে যে রকম হয়, অনেকটা সে রকম। প্যারিস ফ্যাশন উইক, ল্যাকমে ফ্যাশন উইকের স্প্রিং ফলের ফ্যাশন শোতে মডেলদের চোখে, ঠোঁটে, চিকবোনে এই রং উঠে এসেছে। আর এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে খুব সহজেই ইন্টারনেটের গতিতে বাংলাদেশেও ঢুকে পড়েছে।
শীতে ঠোঁটের সাজ কেমন হবে?
এমনিতে তো কয়েক বছর ধরে ম্যাটের রাজত্ব চলছে। লিকুইড লিপস্টিক ঠোঁটে ব্যবহারের পর শুকিয়ে যায়। তবে শীতকালে ম্যাট ব্যবহারের আগে একটু লিপজেল ব্যবহার করে নেওয়া ভালো। নয়তো ঠোঁট শুকিয়ে টান টান হয়ে যেতে পারে। ফেটে যেতে পারে। অথবা প্রথমে গ্লসি কিছু ব্যবহার করে ওপরে ম্যাটটা ব্যবহার করতে পারেন। আবার এখন শীতকালে ব্যবহারের জন্য ক্রিমি ম্যাট লিপস্টিকও বাজারে সহজেই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের মিনিমালিস্টিক মেকআপটা কেমন?
আগে একটা সময় ধারণা ছিল যে ‘টাকা দিয়ে মেকআপ করতে গেছি, কম করব কেন!’ এর মানে মুখে যত লেয়ারের ভারী মেকআপ করা হবে, ততই টাকা উশুল হবে। তবে এখন ন্যাচারাল লুকিং মেকআপ বেশ জনপ্রিয়। সময় লেগেছে, তবে বিশেষ করে বেজের ক্ষেত্রে অনেক মিনিমাল হয়েছে। এখনো আমাদের দেশে ড্রামাটিক আই বা ড্রামাটিক লিপ অনেক জনপ্রিয়।
শীতে পার্টি লুকে চোখের মেকআপ কেমন হবে?
অবশ্যই একটা বেজ ব্যবহার করতে হবে। হতে পারে সেটা আই ক্রিম বা ময়েশ্চারাইজার–জাতীয় ক্রিম। আই প্রাইমার ব্যবহার করতে হবে। মুখের বেজ মেকআপটা আইলিডেও ব্যবহার করতে হবে। এগুলোর কিছু একটা করলেও হবে। তাতে যে আইশ্যাডো ব্যবহার করা হবে, সেটা ফুটবে ভালো, মিক্স করতেও সুবিধা হবে আর দীর্ঘস্থায়ী হবে। সরাসরি আইলিডের ওপর আইশ্যাডো ব্যবহার করা যাবে না। আইশ্যাডোর ক্ষেত্রে মেটালিক লুকটাই পার্টি বা রাতের দাওয়াতে চলে বেশি। আবার গ্লসি আইয়েরও চল চলছে। গ্লসি আইয়ের ক্ষেত্রে আপনি হাইলাইট বাম ব্যবহার করতে পারেন। চিকবোনেও সেটা ব্যবহার করতে পারেন। চোখে দুই লাইনের আইলাইনার ব্যবহারের চলটা আবার ফিরে এসেছে। ওপরে তো আইলাইনার দেবেনই, নিচেও দিতে পারেন।
শীতে দাওয়াতে যাওয়ার জন্য মেকআপের ক্ষেত্রে আপনি সার্বিকভাবে কী পরামর্শ দেবেন?
প্রথমত, ঠিকমতো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। মেকআপ পণ্যগুলো, ব্লাশন যেন ক্রিম বেজড হয়। বোল্ড, গ্লামারাস লুকের জন্য স্মোকি আই, মেটালিক আইয়ের সঙ্গে রেড লিপের কোনো বিকল্প নেই। ফিনিশিং স্প্রে ব্যবহার করবেন। গ্লসি ফিনিশিং ব্যবহার করতে পারেন।