বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল

বাংলাদেশি শিক্ষার্থীদের এই প্রথম বৃত্তি দিচ্ছে ব্রাজিল সরকার
ছবি: পেক্সেলস

প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্রাজিল সরকার। এই বৃত্তির আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনা মূল্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ মিলবে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।

আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। স্নাতক পর্যায়ে যাঁরা পড়তে চান, তাঁরা আগামী জুলাই মাস পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা আছে, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার বা প্রায় ৪৭ হাজার টাকা।

আগ্রহীরা বিস্তারিত জানতে এই ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন: [email protected]

অথবা দেখতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি।

Scholarship_Brazil.pdf