বছরের শুরুতেই যে তিনটি বৃত্তির জন্য আবেদন করতে পারেন

বছরের শুরুতেই সারা বছরের বৃত্তির সূচিটা জানা থাকলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। ‘স্বপ্ন নিয়ে’র পাঠকদের জন্য আজ থাকল বৃত্তির বর্ষপঞ্জি

বছরজুড়েই বৃত্তির আবেদন চলতে থাকেছবি: পেক্সেলস

ইন্দোনেশিয়ার সরকারি বৃত্তি

আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি।

সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দেয় ইন্দোনেশিয়া সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির কেতাবি নাম কেএনবি (কেমিত্রান নেগারা বার্কেমব্যাংক)। দেওয়া হয় সেটেলমেন্ট ভাতা; জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স; ইন্দোনেশিয়ার ভাষাশিক্ষা কোর্স; রাউন্ড ট্রিপ ইকোনমি বিমান টিকিট।

বৃত্তির আওতায় শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় ৩১টি উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে পড়ার সুযোগ মিলবে। ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার করা যাবে।

আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২১ বছর। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে। আবেদনের ক্ষেত্রে গত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।

আরও পড়ুন
টিউশন ফি মওকুফসহ অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হয়
ছবি: পেক্সেলস

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) বৃত্তি

আবেদনের সময়: জানুয়ারি-এপ্রিল।

সদস্যরাষ্ট্রের শিক্ষার্থীদের এ বৃত্তি দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। পিএইচডি ও পোস্ট ডক্টরাল গবেষণায় উচ্চপ্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি) ও আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি ও কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণে বৃত্তি প্রদান করা হয়। টিউশন ফি ও অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রয়োজন হয় স্নাতক ডিগ্রি ও ভাষাদক্ষতার সনদ।

আরও পড়ুন

ইউরোপে ইরাসমাস মুন্ডাস বৃত্তি

আবেদনের সময়: আবেদনের সময় তিন রকম। ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ৮ ফেব্রুয়ারি। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি। ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’-এ আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি।

ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ দেওয়া হয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিমার সুযোগ, ভ্রমণ, ভিসা, ইনস্টলেশন এবং ২ বছরে প্রতি মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি দেওয়া হয়। দুই বছর মেয়াদি এ বৃত্তির চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয়। এ ছাড়া ‘ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশন’ ও ‘ক্যাপাসিটি বিল্ডিং ফর হাইয়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশন’-এ আবেদন করতে পারবেন আগ্রহীরা। আগ্রহী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।