গরমে ফ‍্যান ও এসির ওপর চাপ কমিয়ে যেভাবে বিদ্যুৎ বিল কমাতে পারেন

গরমের দিন শুরু হয়েছে, সামনে আরও গরম পড়বে। বিদ্যুৎ বিল তাই বাড়তি দুশ্চিন্তা। অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম কম ব্যবহারের সুযোগ থাকলেও ফ্যান ও এসি তো চালাতেই হয়। গরম সামলানোর কিছু কৌশল প্রয়োগ করলে অবশ্য বাড়তি ফ্যান বা এসির প্রয়োজনীয়তা কমবে। এমন কিছু কৌশল সম্পর্কে বলছিলেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি

১ / ৬
কড়া রোদের সময় ঘরের দরজা-জানালায় ভারী পর্দা দিয়ে রাখুন। চাঁপাসাদা, ধূসর বা বিস্কুট রঙের মতো হালকা একটি রঙের পুরু পর্দা বেছে নিন, যা আলো আটকে দেয়। বিশেষত পশ্চিম দিকের জন্য।
ছবি: প্রথম আলো
২ / ৬
ভোরবেলা এবং শেষ বিকেলের বাতাস ঘরে আসতে দিন। দিনের অন্য সময়ও দক্ষিণের বাতাস আসার সুযোগ রাখুন।
ছবি : কবির হোসেন
৩ / ৬
বারান্দায় মাঝারি গাছ রাখুন। ছায়া দেবে। গ্রিলে লতানো গাছ ছড়িয়ে দিতে পারেন। জানালার বাইরের অংশে বাড়তি গ্রিল থাকলে সেখানেও লতানো গাছ রাখুন। ঘরেও মানিপ্ল্যান্ট, স্নেকপ্ল্যান্ট, অ্যালোভেরা, ড্রাসিনা প্রভৃতি রাখতে পারেন।
ছবি: পেক্সেলস
৪ / ৬
ভোরে ঘুম থেকে উঠুন। দিনের আলোয় অধিকাংশ কাজ করুন। রাতে কম আলো জ্বালালে ঘর ঠান্ডা থাকবে, বিদ্যুৎ খরচও কমবে।
ছবি: প্রথম আলো
৫ / ৬
ঘরে এবং বারান্দায় কয়েকটা চওড়া খোলা পাত্রে পানি রাখতে পারেন। পানি বাষ্পীভূত হওয়ার সময় পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে। ফলে আপনার তুলনামূলক কম গরম লাগবে।
ছবি: পেক্সেলস
৬ / ৬
বারান্দার পানিতে পাখিদেরও তৃষ্ণা মিটবে। সব পাত্র মাটির তৈরি হলেই ভালো হয়। তবে যেকোনো পাত্রে রাখা পানি ৭২ ঘণ্টা পেরোনোর আগেই বদলে ফেলবেন। নাহলে মশা বংশবিস্তার করবে আপনার ঘরেই।
ছবি: প্রথম আলো
আরও পড়ুন