কবে কোন অলিম্পিয়াড, কারা অংশ নিতে পারবে, নমুনা প্রশ্ন—সব দেখুন একসঙ্গে

সারা বছর ধরেই শিক্ষার্থীদের জন্য নানা ধরনের অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। কোনোটা জাতীয়, কোনোটা আন্তর্জাতিক। একেকটার নিয়ম ও সময়সূচিও ভিন্ন। সব অলিম্পিয়াডের খোঁজখবর একনজরে দেখে নিন এখানে।

জাতীয় গণিত উৎসব ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রশ্নের ধরন: অনলাইনে প্রথমে ‘বাছাই অলিম্পিয়াডে’ বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নের উত্তর দিতে হয়। পরে আঞ্চলিক পর্বে অফলাইন পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৮-১০টি প্রশ্নের উত্তর দিতে হয়। সব শেষে জাতীয় পর্বের জন্য লিখিত প্রশ্নের সমাধান করতে হয়। গণিত উৎসব থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই আন্তর্জাতিক গণিত উৎসবের বাংলাদেশ দলে জায়গা করে নেয়।

সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুক পেজনমুনা প্রশ্ন

প্রতি বছরই উৎসবমুখর পরিবেশে জাতীয় পর্যায়ে আয়োজিত হয় গণিত অলিম্পিয়াড

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: জুনিয়র ক্যাটাগরি (ষষ্ঠ-অষ্টম), সেকেন্ডারি ক্যাটাগরি (নবম-দশম শ্রেণি) ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে (একাদশ-দ্বাদশ শ্রেণি)

প্রশ্নের ধরন: আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে সাধারণত ‘সত্য-মিথ্যা’ নির্ধারণী প্রশ্ন আসে। অন্যদিকে জাতীয় পর্বে নৈর্ব্যক্তিক প্রশ্নসহ লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সময়: ফেব্রুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের শিক্ষার্থীরা—যাদের বয়স ২০-এর কম। অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, তাদের জন্য।

প্রশ্নের ধরন: ৪ ঘণ্টায় ৫টি প্রশ্নের সমাধান করতে হয়।

সময়: মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: প্রাইমারি ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী

প্রশ্নের ধরন: ৬টি প্রশ্নের লিখিত সমাধান বের করতে হয়

সময়: এপ্রিল

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইটনমুনা প্রশ্ন

আরও পড়ুন

ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: দুই পর্বে ১৫ ও ৭টি গণিতবিষয়ক প্রশ্নের লিখিত সমাধান বের করতে হয়।

সময়: জুলাই

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং এ/ও লেভেলের শিক্ষার্থী

পরীক্ষার ধরন: ফিজিক্যাল, ইনঅর্গানিক, অর্গানিক, অ্যানালিটিক্যাল, বায়োকেমিস্ট্রি এবং স্পেকট্রোস্কোপি বিষয়ে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতির পরীক্ষা

সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: হাইস্কুল শিক্ষার্থীরা। যাদের বয়স ২০-এর কম। অথবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি, তারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য।

সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: পঞ্চম-ষষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘এ’ ক্যাটাগরি, সপ্তম-অষ্টম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘বি’ ক্যাটাগরি, নবম-দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘সি’ ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ‘ডি’ ক্যাটাগরিতে অংশ নেয়।

প্রশ্নের ধরন: পদার্থবিজ্ঞানের পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় উঠে আসে সমস্যা আকারে। এসব সমস্যার সমাধান খুঁজতে হয়। একই প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই ভাষায় উল্লেখ করা থাকে।

সময়: অক্টোবর-জানুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ অ্যাস্ট্রোনমি ও অ্যাস্ট্রোফিজিকস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: সপ্তম থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন: নৈর্ব্যক্তিক ৫টি প্রশ্ন, লিখিত ৪টি প্রশ্ন ও পর্যবেক্ষণমূলক প্রশ্ন আসে।

সময়: মার্চ-এপ্রিল

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: অষ্টম থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন: পরিবেশবিজ্ঞান ও পৃথিবীবিজ্ঞান সম্পর্কে সচেতনতা বাড়াতে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। ৫০-৬০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন থাকে।

সময়: ফেব্রুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: ১৪-১৭ বছর বয়সী যে কেউ অংশগ্রহণ করতে পারে।

প্রশ্নের ধরন: জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো হয় বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াডে। প্রথম রাউন্ডে এমসিকিউ, দ্বিতীয় রাউন্ডে কেস স্টাডি, গণিতসহ বিভিন্ন সমস্যা থাকে।

সময়: জুন-জুলাই

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুক

জাতীয় পর্যায়ের পর কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের আন্তর্জাতিক আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: দ্বাদশ শ্রেণি বা সমমান (পলিটেকনিক চতুর্থ পর্ব পর্যন্ত) পর্যায়ের শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের (এআই) জ্ঞান ও দক্ষতার প্রচার করা এবং আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য দল নির্বাচনের জন্য এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রাথমিক পর্বে ৮টি সমস্যা সমাধান করতে হয়। সমাপনী পর্বে একটি সমস্যার বিস্তারিত সমাধান করতে হয়।

সময়: মার্চ-এপ্রিল

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ বন্য প্রাণী অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজ শিক্ষার্থীরা।

প্রশ্নের ধরন: বন্য প্রাণী সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। এমসিকিউ ধরনের প্রশ্ন আসে।

সময়: জুলাই-নভেম্বর

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

আরও পড়ুন

বাংলাদেশ ভূগোল অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

প্রশ্নের ধরন: ৪০টি বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন

সময়: জানুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুকনমুনা প্রশ্ন

ইংলিশ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: দ্বিতীয় শ্রেণি থেকে এইচএসসি বা সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন: এমসিকিউ ধরনের ৩০টি প্রশ্ন আসে। ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা পরীক্ষা করা হয় এই অলিম্পিয়াডের মাধ্যমে।

সময়: ফেব্রুয়ারি-এপ্রিল

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত।

প্রশ্নের ধরন: আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) প্রশ্ন পদ্ধতি অনুসরণ করে এই অলিম্পিয়াডে পরীক্ষা নেওয়া হয়। আইজেএসওতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে অনূর্ধ্ব ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করা হয়। ১২টি লিখিত প্রশ্ন আসে।

সময়: সেপ্টেম্বর-ডিসেম্বর

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জপদকজয়ী বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: প্রথম থেকে দ্বাদশ শ্রেণি

প্রশ্নের ধরন: আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের অংশগ্রহণকারী নির্বাচনের জন্য এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রতিযোগিতার সময় নির্ধারিত থিমের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যার সমাধান খুঁজতে হয় রোবোটিকসের মাধ্যমে।

সময়: সেপ্টেম্বর-ডিসেম্বর

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইটফেসবুক

বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: বহুনির্বাচনী প্রশ্ন আসে।

সময়: জানুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুক

বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: মাধ্যমিক (ও লেভেল) ও উচ্চমাধ্যমিক (এ লেভেল) পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

প্রশ্নের ধরন: আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড ও ওয়ার্ল্ড ইকোনমিক কাপের অংশগ্রহণকারী নির্বাচিত হয় এই অলিম্পিয়াডের মাধ্যমে। তাই অর্থনীতি ও ফিন্যান্স বিষয়ে একক ও দলগত বিজনেস কেস সমাধান করতে হয়।

সময়: মে-জুলাই

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুকনমুনা প্রশ্ন

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ

অংশগ্রহণকারী: বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থী

প্রশ্নের ধরন: ব্লকচেইন প্রযুক্তিসংক্রান্ত নানা সমস্যার সমাধান করতে হয়।

সময়: ফেব্রুয়ারি-জুন

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট

নিউজপেপার অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: তৃতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়

প্রশ্নের ধরন: পত্রিকার মাধ্যমে পড়াশোনা ও লেখালেখির দক্ষতা উন্নয়নই এই অলিম্পিয়াডের উদ্দেশ্য। এমসিকিউ ধরনের প্রশ্ন আসে।

সময়: মার্চ-জুন

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাজেট অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: শিক্ষার্থীদের আর্থিক সাক্ষরতা ও বাজেটিং–সংক্রান্ত ধারণা বাড়াতে বাজেট অলিম্পিয়াড আয়োজন করা হয়। বিশ্লেষণধর্মী লিখিত প্রশ্ন আসে।

সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুকপ্রস্তুতি সহায়িকা

বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: হাইস্কুল শিক্ষার্থীরা।

প্রশ্নের ধরন: ইতিহাস–সংক্রান্ত নানা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়।

সময়: নভেম্বর-জানুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ফেসবুক

বাংলাদেশ ফিলোসফি অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: শিক্ষার্থীদের দার্শনিক চিন্তা ও বিতর্কে উৎসাহী করতে আয়োজিত এই অলিম্পিয়াডে লিখিত পরীক্ষা হয়।

সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি।

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট, ফেসবুকনমুনা প্রশ্ন

বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সায়েন্স অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: এসএসসি ও এইচএসসি শ্রেণির শিক্ষার্থীরা।

প্রশ্নের ধরন: এমসিকিউ ও লিখিত

সময়: ডিসেম্বর-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইট

আন্তর্জাতিক পুষ্টি অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: স্কুল ও কলেজের শিক্ষার্থীরা (৬ থেকে ২৪ বছর)

প্রশ্নের ধরন: পুষ্টি ও স্বাস্থ্যকর খাবার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। প্রতিপাদ্য বিষয় অনুসারে দলগত উপস্থাপনার সুযোগ থাকে।

সময়: ডিসেম্বর-ফেব্রুয়ারি

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইটফেসবুক

আইসিটি অলিম্পিয়াড

অংশগ্রহণকারী: প্রি-স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা

প্রশ্নের ধরন: বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হয়।

সময়: জানুয়ারি-মার্চ

বিস্তারিত জানতে ক্লিক করুন: ওয়েবসাইটফেসবুক

অন্যান্য অলিম্পিয়াড

এ ছাড়া বিভিন্ন সময়ে কৃষি অলিম্পিয়াড, স্বাস্থ্য অলিম্পিয়াড, জিরো অলিম্পিয়াড আয়োজিত হয় শিক্ষার্থীদের জন্য।