নাগা ও শোভিতার বিয়ের ছবি সামনে এল

সব জল্পনাকল্পনা ছাপিয়ে অবশেষে নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বাঁধা পড়লেন সাত পাকে। এবার কনে ৩২ বছর বয়সী বলিউড তারকা শোভিতা ধুলিপালা। কয়েক দিন ধরেই তাঁদের বিয়ের নানা আনুষ্ঠানিকতা চলছে। ছবিতে দেখুন বিয়ের ঝলক।

১ / ৬
হয়ে গেল নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ে। সোনালি ব্রোকেডের সিল্ক সোনালী কাঞ্জিভরম শাড়ি পরে কনে সাজেন অভিনেত্রী শোভিতা ধুলিপাল। সঙ্গে ছিল তেলেগু ঐতিহ্যবাহী সোনার গয়না। নাগার পরনে ছিল ধুতি–পাঞ্জাবি। পূর্বপুরুষদের সম্মান জানাতে নাগার পাঞ্জাবির ওপরে দেখা মেলে পঞ্চো।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
হায়দরাবাদের গুরুত্বপূর্ণ বানজরা হিলসের অন্নপূর্ণা স্টুডিওতেই অনুষ্ঠিত হলো বিয়ের আনুষ্ঠানিকতা। শুরুতে এই জুটি চেয়েছিলেন রাজস্থানের কোনো এক দুর্গে হবে সাত পাকে বাঁধা পড়ার আনুষ্ঠানিকতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
৪ ডিসেম্বর স্থানীয় সময় রাত আটায় শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। আট ঘণ্টা ধরে চলে বিয়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এই দম্পতি মন্দিরে পূজা দিতে যাবেন।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
তবে দুই পরিবারের বয়স্ক সদস্যারা যাতে উপস্থিত থাকতে পারেন, সে জন্য নাগা চৈতন্যর পারিবারিক অন্নপূর্ণা স্টুডিও বেছে নেওয়া হয়। ২২ একর জায়গাজুড়ে এই স্টুডিওটি তৈরি করেছিলেন নাগা চৈতন্যর দাদা প্রয়াত অভিনেতা আক্কিনেনি নাগেশ্বর।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
নাগা চৈতন্যর বাবা, দক্ষিণি সুপারস্টার নাগার্জুন নববিবাহিত এই দম্পতিকে উপহার দিয়েছেন একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটির মূল্য আড়াই কোটি রুপি।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
শোনা যাচ্ছে, বিয়ের ভিডিও ৫০ কোটি রুপিতে নেটফ্লিক্সের কাছে বিক্রি করেছেন এই দম্পতি। যাতে ভক্তরা দাওয়াত না পেলেও অন্তত ঘরে বসে উপভোগ করতে পারেন প্রিয় তারকার বিয়ের আনুষ্ঠানিকতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে