ছবিটি মসলার গুঁড়া দিয়ে এঁকেছেন প্রীথি, গড়েছেন বিশ্ব রেকর্ড

মসলার গুঁড়া দিয়ে ছবি আঁকেন প্রীথি বিজয়। প্রায় ৯০৮ বর্গফুট মাপের একটি প্রজাপতি এঁকে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে বড় মসলাগুঁড়ার চিত্রকর্মটি আঁকতে তিনি ব্যবহার করেছেন হলুদ, মরিচ ও লবঙ্গ।

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় চিত্রশিল্পী প্রীথি বিজয়
ছবি: সংগৃহীত

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) খবরে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত এই কানাডীয় ছিলেন সফটওয়্যার প্রকৌশলী। এখন স্বশিক্ষিত চিত্রশিল্পী হিসেবেই বেশি পরিচিত। নিজের আঁকা ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি করেন।

প্রীথি বিজয়ার আঁকা বিশ্বের সবচেয়ে বড় মসলাগুঁড়ার চিত্রকর্ম
ছবি: সংগৃহীত

প্রীথি বিজয় জানান, প্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার করে আঁকতে পছন্দ করেন তিনি। কফি ব্যবহার করেও অনেক কাজ করেছেন। একসময় হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ছবি আঁকার ধারণা পান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সম্প্রতি প্রীথিকে স্বীকৃতি দিলেও রেকর্ড গড়ার পদক্ষেপটি নেওয়া হয়েছিল গত সেপ্টেম্বরে। চিত্রকর্মটি আঁকতে যে কাপড় ব্যবহার করেছেন, সেটা জন্মস্থান ভারতের চেন্নাই থেকে সংগ্রহ করেছেন প্রীতি। প্রজাপতির চিত্রকর্মটি আঁকতে তাঁর লেগেছে হলুদ, মরিচ ও লবঙ্গের প্রায় পাঁচ কেজি গুঁড়া।