১০ লাখ কোটি টাকা দিয়ে কী করেন এই নারী

৪ সেপ্টেম্বর ফোর্বস প্রকাশিত ‘বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকা’র শীর্ষে জায়গা করে ‘নিয়েছিলেন’ অ্যালিস ওয়ালটন। এই মুহূর্তে অবশ্য আছেন দ্বিতীয় অবস্থানে। ফোর্বস বলছে, অ্যালিস ওয়ালটনের মোট সম্পদের পরিমাণ ৮৯ দশমিক ২ বিলিয়ন ডলার বা ১০ লাখ ৫৯ হাজার ৬৮৭ কোটি টাকা। নিঃসন্তান, সম্পদ বিষয়ে উদাসীন, অতি ধনী, ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার ও খেয়ালি এই নারী সম্পর্কে জেনে নেওয়া যাক।

অ্যালিস ওয়ালটনই স্যাম ওয়ালটনের একমাত্র উত্তরাধিকারী নন। রব ওয়ালটন, জন ওয়ালটন ও জিম ওয়ালটন নামের তাঁর আরও তিন সন্তান রয়েছে। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্স অনুসারে, এই তিন ভাই-বোনের মোট সম্পদের পরিমাণ ২৮৮ বিলিয়ন ডলার!
ছবি: সংগৃহীত
অ্যালিস কখনো ওয়ালমার্ট পরিচালনায় সক্রিয়ভাবে যোগ দেননি। ব্যবসা নয়; বরং শিল্পই তাঁর আগ্রহের জায়গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মাত্র ১০ বছর বয়সে অ্যালিস দুই ডলারে পাবলো পিকাসোর চিত্রকর্মের একটা অনুলিপি কেনেন
ছবি: সংগৃহীত
অ্যালিস যুক্তরাষ্ট্রের টেক্সাসের ট্রিনিটি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অ্যালিস ওয়ালটনের কথা বলতে গেলে তাঁর ব্যক্তিগত বিশাল শিল্প সংগ্রহের কথা বলতেই হয়। তাঁর বিশাল শিল্প সংগ্রহে রয়েছে কিংবদন্তি শিল্পীদের আঁকা চিত্রশিল্প
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২০১১ সালে তিনি যুক্তরাষ্ট্রের আরকানসের বেন্টনভিলে ‘ক্রিস্টাল ব্রিজেস মিউজিয়াম অব আমেরিকান আর্ট’ নামের একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই জাদুঘর ঔপনিবেশিক যুগ থেকে আধুনিক আমল পর্যন্ত মার্কিন শিল্পের একটি বিশাল সংগ্রহশালা। বিনা মূল্যে যে কেউ দুই লাখ বর্গফুটের এই জাদুঘর ঘুরে দেখতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিশ্বের নানা প্রান্তের নামকরা ৬৪টি জাদুঘরকে অ্যালিস নিয়মিত অনুদান দেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
দান ও দাতব্যকাজের জন্য অ্যালিসের নামডাক আছে। দু-একটি উদাহরণ দেওয়া যাক। ২০১৬ সালে ওয়ালমার্টের একটা শেয়ার পারিবারিক ফাউন্ডেশনে দান করেন অ্যালিস। তাঁর মূল্য ছিল ২২ দশমিক ৫ কোটি ডলার বা ২ হাজার ৬৭২ কোটি টাকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
পরের বছরই তিনি আরকানস বিশ্ববিদ্যালয়কে ১২ কোটি ডলার বা ১ হাজার ৪২৫ কোটি টাকা দান করেন আর্ট স্কুল প্রতিষ্ঠার জন্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ঘোড়ার রেসে বাজি ধরা অ্যালিসের আরেকটি শখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
অ্যালিস বেশ কয়েকবার ভয়াবহ সব গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। ১৯৮৩ সালে গাড়ি চালাতে গিয়ে তিনি এমন মারাত্মক দুর্ঘটনার শিকার হন যে ২৪ বার অস্ত্রোপচারের ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দিতে হয়েছে। এরপরও স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লেগেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ব্যক্তিজীবনে অ্যালিস দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও তাঁর কোনো বিয়েই টিকেনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯৭৪ সালে মাত্র ২৪ বছর বয়সে তিনি প্রথমবার বিয়ে করেন এক ঠিকাদারকে, যিনি তাঁর বাড়িতে সুইমিংপুল বানিয়ে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সেই বিয়েতে অ্যালিসের পরিবারের কারও মত ছিল না। বিয়ের এক বছর পর থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। আড়াই বছরের মাথায় পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে যায় এই দম্পতির
ছবি: ইনস্টাগ্রাম থেকে
অ্যালিসের কোনো সন্তান নেই। ফলে ১০ লাখ কোটি টাকার সম্পদের পরবর্তী মালিক কে হবে, কে জানে!
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র: ব্লুমবার্গ, ফোর্বস, বিজনেস ইনসাইডার

আরও পড়ুন