কোন ক্যাম্পাসে কেমন হলো বিশ্বকাপ উদ্‌যাপন

বিশ্বকাপ উদ্‌যাপনে শামিল হতে দেশের ক্যাম্পাসগুলোতে চলছে নানা আয়োজন। কেউ নিজেদের উদ্যোগে, কেউবা কোনো করপোরেট প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজন করেছে ফ্ল্যাশমব। দেখুন তারই কিছু চিত্র।

১ / ৫
ফ্ল্যাশমব আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ দলকে উৎসাহ দিতে ফ্ল্যাশমব আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি কালচারাল সোসাইটি। প্রায় ৩০ জনের দলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, টিএসসির রাজু ভাস্কর্য ও কার্জন হলের সামনে ‘চার ছক্কা হই হই’ গানে মেতে উঠেছিলেন।

২ / ৫
এনএসটিইউ ড্যান্স ক্লাবের উদ্যোগে এই নাচের আয়োজন হয়েছিল ১২ অক্টোবর
ছবি: নাহিদ পারভেজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এনএসটিইউ ড্যান্স ক্লাবের উদ্যোগে এই নাচের আয়োজন হয়েছিল ১২ অক্টোবর। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী এতে অংশ নেন। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘চলো বাংলাদেশ’, ‘চার ছক্কা হই হই’ গানের তালে মেতে ওঠেন তাঁরা। আয়োজনটির জন্য সপ্তাহখানেক ধরে তাঁরা প্রস্তুতি নিয়েছিলেন বলে জানালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

৩ / ৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্ল্যাশমব আয়োজন করেছিলেন ১৩ অক্টোবর
ছবি: জলটুঙি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্ল্যাশমব আয়োজন করেছিলেন ১৩ অক্টোবর। প্রায় ৩০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। ‘চার ছক্কা হই হই’ ও ‘চলো বাংলাদেশ’ গান দুটি এক করে ঘণ্টাব্যাপী চলেছে উৎসব। ক্যাম্পাসে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছিলেন শিক্ষার্থীরা।

৪ / ৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাব ও ইথোস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফ্ল্যাশমব
ছবি: রকোকো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ড্যান্স ক্লাব ও ইথোস ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফ্ল্যাশমব। দুই ক্লাবের ২১ শিক্ষার্থী নাচে-গানে মাতিয়েছিলেন ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্য এবং ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনের জায়গাটি তাঁরা বেছে নিয়েছিলেন।

৫ / ৫
বিইউবিটির শিক্ষার্থীদের আয়োজন
ছবি: নোমান খান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি

‘জিতবে বাংলাদেশ’, ‘মার ঘুরিয়ে’, ‘চার ছক্কা হই হই’—ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই গানগুলোই বেছে নিয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি সম্পন্ন হয়। অংশ নেন বিভিন্ন বিভাগের প্রায় ৪০ জন শিক্ষার্থী।