শুধু ফুটবলের নয়, পেলে ফ্যাশনেরও আইকন

২৯ ডিসেম্বর বিদায় নিয়েছেন ফুটবলের রাজা—পেলে। শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়, মাঠের বাইরে তাঁর জীবনাচরণও ছিল আগ্রহের কেন্দ্রে। পেলের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি দিয়ে পাওয়া গেল তাঁর স্বর্ণালি সময়ের কিছু ছবি।

১ / ১৩
১৯৭০ বিশ্বকাপের দল ঘোষণার পর
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
২ / ১৩
গাড়ির প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল তাঁর
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৩ / ১৩
যুক্তরাষ্ট্রের ‘দ্য টুনাইট শো’ এর সঞ্চালক জনি কার্সনের সঙ্গে পেলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৪ / ১৩
১৯৭০ বিশ্বকাপ জয়ের পর বিখ্যাত মেক্সিকান সামব্রেরো মাথায় চাপিয়ে পেলের উদ্‌যাপন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৫ / ১৩
অবসরে গিটার নিয়ে মত্ত ফুটবল সম্রাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৬ / ১৩
ডাকটিকিট সংগ্রহের শখ ছিল তাঁর
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৭ / ১৩
সাবেক মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রিগ্যানের সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৮ / ১৩
পেলে, ম্যারাডোনা, প্লাতিনি। তিন যুগের সেরা তিন খেলোয়াড় এক ফ্রেমে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
৯ / ১৩
সব সময়ই তিনি ছিলেন ফ্যাশন সচেতন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১০ / ১৩
দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার সঙ্গে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১১ / ১৩
জেমস বন্ড চরিত্রে অভিনয়ের চেষ্টা তিনি করতেই পারতেন!
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১২ / ১৩
চাইলে রান্নায়ও বিশ্বসেরা হতে পারতেন কি না, কে জানে!
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
১৩ / ১৩
শুধু গোল করতে নয়, গোল থামাতেও সিদ্ধহস্ত ছিলেন পেলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া