রাতে ঘুমাতে পারেন না? এই ৩ আসনে মিলতে পারে মুক্তি

ভালো ঘুমের জন্য প্রথমত দরকার মানসিকভাবে চাপমুক্ত থাকা। দ্বিতীয়ত, ঘুমাতে যাওয়ার আগে শরীরের মাংসপেশি, জয়েন্ট ও লিগামেন্টের আয়েশ করা। ভালো ঘুমের জন্য কয়েকটি কার্যকর যোগাসনের উপায় জানাচ্ছেন এভারগ্রিন ইয়োগার প্রশিক্ষক বাপ্পা শান্তনু

শশকাসন

শশকাসন ভালো ঘুমের জন্য জরুরি
ছবি: সাবিনা ইয়াসমিন

যেভাবে করবেন: বজ্রাসনে এমনভাবে বিছানার ওপর বসুন যাতে দুই হাঁটুর মাঝখানে দেড় ফিট জায়গা ফাঁকা থাকে। হাঁটুর এই ফাঁকে বালিশ দিয়ে নিতে পারেন। শ্বাস নিতে নিতে দুই হাত ওপরের দিকে তুলুন আর শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকতে থাকুন। বালিশ থাকলে মাথা যেকোনো এক দিকে কাত করে রাখুন। আসন থেকে ওঠার সময় শ্বাস নিতে নিতে দুই হাতসহ শরীর ওঠান, শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামিয়ে ফেলুন।

সময়কাল: এভাবে শশকাসন খুব আরামদায়ক। তাই ১ মিনিট থেকে শুরু করে টানা ৫ মিনিট পর্যন্ত থাকতে পারেন।

সুপ্ত ভদ্রাসন

সুপ্ত ভদ্রাসনে দূর হবে ঘুমের সমস্যা
ছবি: সাবিনা ইয়াসমিন

যেভাবে করবেন: সোজা টান টান হয়ে বালিশে শুয়ে পড়ুন। দুই পায়ের তলা পরস্পরের সঙ্গে মিশিয়ে হাঁটু দুটোকে দুপাশে হেলিয়ে দিন। ভালো হয় দুই পাশে হাঁটুর নিচ বরাবর বালিশ রাখলে। হাত পেট অথবা বুকে না রেখে, সুবিধাজনক অবস্থানে রাখুন। চোখ বন্ধ রাখুন।

সময়কাল: সুপ্ত ভদ্রাসনও খুবই আরামদায়ক একটি আসন। তাই ১ থেকে ৫ মিনিট টানা এই আসনে থাকতে পারেন।

আরও পড়ুন

অনুলোম-বিলোম প্রাণায়াম

অনুলোম-বিলোম প্রাণায়াম। মডেল: স্বপ্না
ছবি: সাবিনা ইয়াসমিন

যেভাবে করবেন: ঘুমানোর আগে বিছানার ওপর যেকোনো আসনে মেরুদণ্ড সোজা করে বসুন। বাঁ হাত কোলের ওপর বিশ্রামরত অবস্থায় রাখুন। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাকের ডান ছিদ্র বন্ধ করে বাঁ ছিদ্র দিয়ে ধীরে ধীরে নিঃশব্দে দম টেনে নিন। ফুসফুস পুরোটা ভরে গেলে ডান ছিদ্র উন্মুক্ত করে, হাতের অনামিকা ও কনিষ্ঠা একসঙ্গে করে বাঁ ছিদ্র বন্ধ করে (ডান ছিদ্র দিয়ে) ধীরে ধীরে নিঃশব্দে শ্বাস ছাড়ুন। ছাড়ার পর আবার ডান ছিদ্র দিয়ে শ্বাস ভরুন। এরপর ডান ছিদ্র বন্ধ করে এবং বাঁ ছিদ্র উন্মুক্ত করে শ্বাস ছাড়ুন। এভাবে একটা চক্র সম্পন্ন হবে।

সময়কাল: এভাবে কমপক্ষে ৯টি চক্র বা সময় হিসাবে করে আপনার সুবিধামতো ৫ মিনিট থেকে ১০ মিনিটও করতে পারেন।

পরামর্শ: ভালো ঘুমের জন্য যোগাসন করার কমপক্ষে ২-৩ ঘণ্টা আগে রাতের খাবার খাবেন। যোগাসন শুরু করার আগে হাত, পা, চোখ–মুখ ভালো করে ধুয়ে নিন।

আরও পড়ুন