অফিসে আপনি কতটা গুরুত্বপূর্ণ, বুঝুন ১০ লক্ষণ দেখে

শুধু কাজ আর কাজ, আধুনিক কর্মক্ষেত্রের বৈশিষ্ট্য একদমই এটা নয়। কাজের পাশাপাশি পরিবেশ হতে হয় স্বাস্থ্যকর। থাকতে হয় সম্মান। সম্মানের ব্যাপার যখন আসে, তখন আপনার মনে হতে পারে, সহকর্মীদের কাছে আপনি কতটা সম্মানিত? সেটা হয়তো সব সময় সরাসরি প্রকাশ পাবে না। তবে কিছু সূক্ষ্ম লক্ষণ আছে, যা আপনি অনুধাবন করতে পারলে বুঝবেন, ভাবনার চেয়েও বেশি আপনাকে সম্মান করেন আপনার সহকর্মীরা। তেমন ১০টি লক্ষণ নিয়ে চলুন আলোচনা করা যাক।

অফিসের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় হয়তো সহকর্মীরা আপনার মতামত প্রত্যাশা করেনছবি: প্রথম আলো

১. মতামতকে গুরুত্ব দেওয়া

অফিসের কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় হয়তো সহকর্মীরা আপনার মতামত প্রত্যাশা করেন। কিন্তু সেটা সরাসরি প্রকাশ না করে তাঁরা আপনার দৃষ্টিভঙ্গি ও জানাশোনার গভীরতার প্রশংসা করতে থাকেন।

২. বিশ্বাস করা

যখন দেখবেন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব কর্তৃপক্ষ আপনার ওপর অর্পণ করছে, তখন বুঝবেন, তারা আপনাকে বিশ্বাস করে এবং আপনার সক্ষমতার প্রতি তাদের আস্থা আছে। এটা কিন্তু আপনার দক্ষতা ও কাজের নীতির প্রতি তাদের শ্রদ্ধার প্রতিফলন।

৩. পরামর্শ চাওয়া

খেয়াল করলে দেখবেন, সহকর্মীরা প্রায়ই বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য আপনার শরণাপন্ন হন। এ থেকে এটাই স্পষ্ট হয় যে তাঁরা আপনার বিচার-বিবেচনার প্রতি বিশ্বাস রাখেন। সেই সঙ্গে আপনাকে অভিজ্ঞতার অন্যতম উৎস হিসেবে বিবেচনা করেন।

আরও পড়ুন

৪. আস্থা রাখা

ব্যক্তিগত সমস্যা কিংবা সংবেদনশীল কোনো বিষয় নিয়ে তো আর যেকোনো লোকের সঙ্গে আলাপ করা যায় না। যাঁর প্রতি আস্থা রাখা যায়, তাঁকেই মন খুলে বলা যায় এসব কথা। যখন আপনার ক্ষেত্রেও এমনটা ঘটবে, বুঝবেন, সহকর্মীরা আপনার ওপর আস্থা রাখেন বলেই নিজেদের বিষয়ে আপনার সঙ্গে আলাপ করেন।

৫. গুরুত্বপূর্ণ কাজে অন্তর্ভুক্ত করা

অফিস বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ সব কাজে আপনাকে অন্তর্ভুক্ত করে। এ সময় বিরক্ত বা অধৈর্য হওয়া যাবে না একদমই। আপনাকে অন্তর্ভুক্ত করা মানে অফিস আপনার মতামত ও অবদানের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। অফিস মনে করে, আপনি থাকলে কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব।

৬. ভালো প্রতিক্রিয়া পাওয়া

যদি আপনার পরামর্শ অনুযায়ী অফিসের জটিল কোনো কাজ সম্পাদিত হয়, তাহলে সে জন্য আপনি অবশ্যই ভালো প্রতিক্রিয়া পাবেন। সহকর্মী ও বস আপনার অন্তর্দৃষ্টির প্রশংসা করতে দ্বিধা করবেন না।

আরও পড়ুন

৭. কঠোর প্রতিক্রিয়া না দেখানো

কোনো কারণে হয়তো আপনি একটি কাজে ভুল করে ফেলেছেন। সে ক্ষেত্রে অফিস যদি কঠোর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আপনার ভুল কাটিয়ে ওঠার সুযোগ দেয়, তাহলে বুঝতে হবে, অফিস আপনার সম্ভাবনার প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।

৮. বারবার মূল্যায়ন করা

দেখা যাচ্ছে, আপনার কাজে সন্তুষ্ট হয়ে কোনো না কোনোভাবে অফিস সেটাকে স্বীকৃতি দিচ্ছে। এটা কিসের লক্ষণ, বুঝতে পেরেছেন? এই স্বীকৃতি আসলে আপনার কঠোর পরিশ্রম ও অবদানের জন্য প্রদান করা হচ্ছে। একে আপনার প্রতি অফিসের সম্মান প্রদর্শনের অন্যতম নিদর্শন হিসেবে চিহ্নিত করতে পারেন।

৯. আপনার বক্তব্যের জন্য অপেক্ষা

প্রায়ই এমনটা হয়ে থাকে যে গুরুত্বপূর্ণ কোনো মিটিংয়ে সবার কথা বলা শেষ হয়ে গেছে। এবার আপনার বক্তব্যের পালা। সবাই অপেক্ষা করছেন, আপনি কী বলেন, তা শোনার জন্য। পুরো মনোযোগ আপনার দিকে। এ থেকে বোঝা যায়, অফিসে আপনার মতামতের গুরুত্ব আছে এবং আপনাকে সম্মানের চোখেই দেখা হয়।

১০. উন্নয়নে সহযোগী হওয়া

আপনি হয়তো অফিসের উন্নয়নে যা করা দরকার, তা করতে চান। কিন্তু একা এগিয়ে চলা কঠিন। তাই দ্বিধা না করে যদি একবার আপনার আইডিয়া ভাগাভাগি করে নেন, তাহলে যেটা দেখতে পাবেন, তার জন্য হয়তো আপনি অবাক হতে পারেন। ভাবছেন, কেমন সেটা? তা হলো আপনার সহকর্মী, বস সবাই আপনার উন্নয়নে সহযোগী হতে অনায়াসে এগিয়ে আসবেন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

আরও পড়ুন