দেশের বাইরে পড়তে চাইলে এসব বৃত্তির খোঁজ রাখতে পারেন

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে বৃত্তির সুযোগ আছে।ছবি: পেক্সেলস

অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডস বৃত্তি

আবেদনের সময়: ফেব্রুয়ারি-এপ্রিল।

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যেসব বৃত্তি দেওয়া হয়, অ্যাওয়ার্ডস স্কলারশিপ সেগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করা যায়।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ সম্পূর্ণ বিনা বেতনে পড়ার একটি বৃত্তি। সঙ্গে মেলে বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, উন্নয়ন, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে।

১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন। আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬–এর নিচে হওয়া যাবে না।

কোরিয়ার সরকারি বৃত্তি

আবেদনের সময়: মার্চ-মে।

‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ’ কোরিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ নামেও পরিচিত। দক্ষিণ কোরিয়ার সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপ প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় বিদেশি শিক্ষার্থীরা বৃত্তি নিয়ে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পান।

বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। এটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি, তাই টিউশন নেই। মিলবে মাসিক ভাতা, চিকিৎসা বিমা ও গবেষণা ভাতা। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী, শেষ বর্ষ ও ফলাফলের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীরাও ‘গ্লোবাল কোরিয়া স্কলারশিপ’ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন
বছর জুড়েই বিভিন্ন ধরণের বৃত্তিতে আবেদনের সুযোগ থাকে
ছবি: পেক্সেলস

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তি

আবেদনের সময়: এপ্রিল-মে।

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে বৃত্তির সুযোগ আছে। এ শিক্ষা কার্যক্রমে স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। এ শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য; সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান; বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যম পর্যায়ের কর্মকর্তারা।

বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে।

আরও পড়ুন
ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হলে বৃত্তি পাওয়া সহজ হয়
ছবি: পেক্সেলস

জার্মানি ডিএএডি (ডাড) বৃত্তি

আবেদনের সময়: এপ্রিল-জুলাই।

সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেয় জার্মানি সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের উচ্চশিক্ষাপ্রত্যাশী শিক্ষার্থীরা জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

টিউশন ফি ও পরীক্ষার ফি, মাসিক ভাতা, বিমানের টিকেট, স্বাস্থ্যবিমা, বাড়িভাড়া, পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা রয়েছে। আবেদন করতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে। আবেদন করতে হবে ইংরেজি অথবা জার্মান ভাষায়। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে।

আরও পড়ুন

কাজাখস্তান সরকারি বৃত্তি

আবেদনের সময়: মে-জুন।

কাজাখস্তান সরকার এ বছর মোট ৫৫০ জন বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে, যার মধ্যে ওআইসিভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য থাকে ১০০টি বৃত্তি। রয়েছে অন্যান্য সুযোগ–সুবিধা। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিক পাস, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য স্নাতক ডিগ্রি প্রয়োজন হয়।

আরও পড়ুন