অভিযাত্রীদের জন্য বেসক্যাম্পের বৃত্তি
রোমাঞ্চকর অভিযানের পরিকল্পনা করেও অর্থের অভাবে অনেকে হয়তো তা বাস্তবায়ন করতে পারেন না। দেশের এমন অভিযাত্রীদের কাছে অভিযান পরিকল্পনা আহ্বান করেছে বেসক্যাম্প অ্যাডভেঞ্চারস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘বেসক্যাম্প অ্যাডভেঞ্চার গ্রান্ট’-এর আওতায় একজন অভিযাত্রীকে ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর।
অ্যাডভেঞ্চার শিক্ষা নিয়ে আট বছর ধরে কাজ করছে বেসক্যাম্প অ্যাডভেঞ্চার্স লিমিটেড। অভিযাত্রীদের জন্য তাদের নানা ধরনের উদ্যোগ রয়েছে। যার মধ্যে অন্যতম ‘বেসক্যাম্প অ্যাডভেঞ্চার গ্রান্ট’। প্রতিষ্ঠানটি বলছে, এই বৃত্তির মূল লক্ষ্য অ্যাডভেঞ্চারপ্রেমীদের অভিযানের স্বপ্ন পূরণ করা। একজন বিজয়ী অর্থ সহযোগিতা ছাড়াও এক বছরের জন্য প্রতিষ্ঠানটির দূত হিসেবে কাজ করবেন।
আবেদনের জন্য আগ্রহীদের সংক্ষিপ্ত অভিযান পরিকল্পনা পাঠাতে হবে। ভিডিও অথবা অল্প শব্দে লিখে তা ই-মেইল করতে হবে।
বৃত্তিসংক্রান্ত ফেসবুক ইভেন্ট : https://fb.me/e/1ZfaxTuJC
ই-মেইল: info@thebasecampbd.com