২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

সুখী সুস্থ হৃৎপিণ্ড

সুখী দম্পতিদের হৃৎপিণ্ড সচরাচর সুস্থ ও সবল থাকে। অসুখী দম্পতিদের তুলনায় তাঁদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক থমাস কামারক বলেছেন, মানুষেরা সামাজিক ও পাবিবারিক জীবনে কতটা সুখী কিংবা অসুখী এর সঙ্গে তাঁদের স্বাস্থ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। ২৮১ জন সুস্থ, চাকরিজীবী মধ্যবয়স্ক মানুষের ওপর গবেষণা করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীরা সবাই বিবাহিত। তাঁদের মধ্যে যাঁদের সম্পর্ক ভালো, তাঁদের তুলনায় অসুখীদের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৮ দশমিক ৫ শতাংশ বেশি। গবেষণাপত্রটি সাইকোসোমাটিক মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। খালিজ টাইমস।