কীভাবে গবেষণা করব
গবেষণার চর্চা শুধু যে গবেষকদের জন্য দরকার, তা নয়। এখনকার প্রেক্ষাপটে উচ্চশিক্ষা, বৃত্তি, ফেলোশিপ, কিংবা চাকরির ক্ষেত্রেও গবেষণার অভিজ্ঞতা ভীষণ প্রয়োজন। আমাদের দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিংবা মেডিকেল কলেজে গবেষণার ওপর তেমন জোর দেওয়া হয় না, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়েও অনেক ক্ষেত্রে সুযোগ কম। কিন্তু বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই গবেষণার চর্চা শুরু করা উচিত। কীভাবে করবেন, জানাচ্ছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য নির্বাচিত তনিমা ইসলাম
আমি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে নেদারল্যান্ডসে রয়্যাল ট্রপিক্যাল ইনস্টিটিউট থেকে এমএসসি করেছি। এ বছর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডির জন্য নির্বাচিত হয়েছি। দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুবাদে জেনেছি, গবেষণা কতটা জরুরি। একটু আগ্রহ থাকলেই আপনি গবেষণার কাজ শিখতে পারেন।
গবেষণাসংক্রান্ত কোর্স করুন: গবেষণার ধরন, গবেষণাসংক্রান্ত দক্ষতা এবং এর বিভিন্ন ধাপ নিয়ে সরাসরি বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন কোর্স পরিচালনা করে বাংলাদেশের বিভিন্ন সংস্থা। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্ল্যাটফর্ম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনলাইন কোর্সেও গবেষণাসংক্রান্ত কোর্স অফার করা হয়। এসব কোর্সের তত্ত্বীয় ও ব্যবহারিক ধাপে গবেষণাসংক্রান্ত জ্ঞান অর্জনের সুযোগ আছে।
যেহেতু বিষয়ভেদে প্রচলিত গবেষণা পদ্ধতিতে কিছু পার্থক্য থাকে, সেহেতু আপনি যে বিষয়ে পড়ছেন, এর সঙ্গে সম্পর্কিত সংস্থা বা প্রতিষ্ঠানে আবেদন করতে পারেন। ভবিষ্যতে আপনি যদি গণস্বাস্থ্য নিয়ে কাজ করতে চান, তাহলে আইসিডিডিআরবি, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, পি আই রিসার্চ সেন্টার কিংবা বাইনারি ডেটা ল্যাবে গবেষণা শেখার শর্টকোর্সে ভর্তি হতে পারেন। এ ছাড়া স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যার এসপিএসএস, এসটিএটিএর ওপর কোর্স করতে পারেন, যা যেকোনো বিষয়ের গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ কারিগরি দক্ষতা হিসেবে বিবেচিত হয়। ইন্টারনেটে এডএক্স, কোর্সেরাসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নানা ধরনের কোর্স বেশ স্বল্পমূল্যে বা বিনা মূল্যে করার সুযোগ আছে। কাজ বা পড়াশোনার ফাঁকে ফাঁকে কোর্স করে, গবেষণার নানা ধাপ ও প্রক্রিয়া শেখা সম্ভব।
যেসব ওয়েবসাইটে গবেষণাবিষয়ক কোর্স সম্পর্কে জানতে পারেন:
• http://training.icddrb.org/siteinfo/circularDetail?1=1&view=171
• https://bracjpgsph.org
• https://www.pircc.org/training/
• https://binarydatalab.org/category/training/
• https://www.coursera.org/courses?query=research
হাতে-কলমে গবেষণা: গবেষণা শেখার জন্য হাতে-কলমে ব্যবহারিক পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক অধ্যাপক ও শিক্ষক গবেষণায় যুক্ত থাকেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাই শিক্ষকের পরামর্শ নিন। তাঁদের সঙ্গে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও গবেষণার কাজে যুক্ত হতে পারেন। আরেকটি কার্যকর উপায় হলো দেশীয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে খণ্ডকালীন কর্মী বা শিক্ষানবিশ হিসেবে কাজ। আপনার বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রের বাইরেও বিভিন্ন গবেষণা কাজে স্বেচ্ছাসেবক বা সহকারী হিসেবে কাজ শুরু করতে পারেন।
আপনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টসহ (বিআইজিডি) বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণা সহকারী হিসেবে কাজের সুযোগ খুঁজতে পারেন। দলগতভাবে হাতে-কলমে তথ্য সংগ্রহ থেকে শুরু করে তথ্য বিশ্লেষণ ও গবেষণাপত্র লেখার কাজও শিখতে পারবেন। এ ধরনের অভিজ্ঞতা থেকে অনেক সময় আন্তর্জাতিক গবেষণাপত্রে লেখার সুযোগ পাওয়া যায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু গবেষণার ওপর উন্মুক্ত কোর্স আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে রিসার্চ মেথডোলজির ওপরে অ্যাডভান্স কোর্স করানো হয়।
পড়তে হবে প্রচুর গবেষণা নিবন্ধ: আপনি গবেষণায় নবিশ কিংবা পেশাদার যে পর্যায়েই থাকুন না কেন, অন্যান্য গবেষকের কাজ আপনাকে জানতে হবে, বিভিন্ন জার্নাল সব সময় পড়তে হবে। শুরুতে গবেষণাপত্র পড়তে দুর্বোধ্য বা নীরস মনে হলেও, নিয়মিত গবেষণাপত্র পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ধীরে ধীরে গবেষণার নানা কাজ ও ধাপ বুঝতে পারবেন আপনি।
এ ছাড়া যে বিষয়ে আপনি গবেষণায় আগ্রহী, সে বিষয়ে বিভিন্ন নিবন্ধ, সাক্ষাৎকার বা বই পড়ার চেষ্টা করুন। এ ধরনের আগ্রহ থাকলে নতুন গবেষণার আইডিয়া তৈরি করতে পারবেন। গবেষণার প্রক্রিয়া শিখতে ও গবেষণা পর্যালোচনা করার জন্য গবেষণাপত্র পড়ার বিকল্প নেই। ইন্টারনেটে বিভিন্ন ওপেন সোর্স ওয়েবসাইট আছে, যেখান থেকে গবেষণাপত্র পড়ে দেখতে পারেন। এ রকম কয়েকটি ওয়েবসাইটের লিংক:
• www.jstor.org
• onlinelibrary.wiley.com
• scholar.google.com/
• www.sciencedirect.com/science/search
• www.ncbi.nlm.nih.gov/pubmed/
• www.thelancet.com
• bmcpublichealth.biomedcentral.com