এক গল্পে ১ লাখ

.
.

ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতার শুরু ২০০৫ সালে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য আর প্রথম আলো যৌথভাবে এই উদ্যোগ নেয়। স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের জন্য এমন একটা উদ্যোগের কথা ভাবা হয়, যেখানে তারা বাস্তব জীবনের সঙ্গে তাদের কল্পনাকে মেলাতে পারবে।
২০০৫ সালে শুরু হলো কাজ। প্রথম আলোর গোল্লাছুট পাতায় বিজ্ঞাপন দেওয়া হলো। বড় করে ছাপা হলো ‘এক গল্পে ১ লাখ: ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতা ২০০৫’। গল্প পাঠানোর জন্য প্রথম আলো ও ঐতিহ্য—দুটো ঠিকানাই দেওয়া হলো। প্রথমবার সব মিলে গল্প এসেছিল প্রায় ১৮ হাজার। গল্পগুলো নিয়ে সে এক বিরাট যজ্ঞ। ঐতিহ্যের তত্ত্বাবধানে একদল তরুণ লেখক প্রাথমিক বাছাইয়ের কাজটা করেছেন। বাছাই গল্পগুলো গেছে কাইজার চৌধুরী বা মঈনুল আহসান সাবেরের মতো কথাশিল্পীর কাছে। প্রথমবার তাঁরা বাছাই করেছিলেন ১০৩টি গল্প। সেই গল্পগুলোর প্রত্যেক লেখককে একজন অভিভাবকসহ মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। দেওয়া হয় সনদ ও বাছাই গল্পের সংকলন। সেরা গল্প নামে এ সংকলন তৈরি করেন শিল্পী ধ্রুব এষ তাঁর মনের মাধুরী মিশিয়ে।
প্রথম ১০ জনের একজন সেরা গল্পের জন্য পায় এক লাখ টাকার বই। বাকি নয়জন? এরা পায় মোট এক লাখ ৮০ হাজার টাকার বই। অর্থাৎ, প্রত্যেকে ২০ হাজার টাকার বই।
দেখতে দেখতে এ আয়োজনের ১০ বছর হতে চলল। গেলবার মূল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ১৮৫ জন লেখককে, অভিভাবকসহ। প্রথম অনুষ্ঠান হয়েছিল রুশ সাংস্কৃতিক কেন্দ্রে। তারপর জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হয়ে গত দুই বছর হলো জাতীয় জাদুঘর মিলনায়তনে।

.
.

একনজরে
 মোট আয়োজন: ৬ (২০০৫, ২০০৭-২০১১)
 মোট অংশগ্রহণকারী: প্রায় ৮০ হাজার
 মোট বিজয়ী: ৫৪ জন
 মোট চূড়ান্ত বিজয়ী: নয়জন
আয়োজক: প্রথম আলো ও ঐতিহ্য

জাফর আহমদ
প্রধান সমন্বয়কারী, প্রথমা প্রকাশন