আলোময় সজীব ঘর
![স্মৃতির সজীব ছোঁয়া](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F63a957670a8d6859e9cd4fb7700e1eea-5efad01da904a.jpg?auto=format%2Ccompress)
চোখের আরাম আর মনের আনন্দের জন্য এক চিলতে সবুজই যথেষ্ট। বাড়ির বাইরে বের হওয়া হচ্ছে না এখন। জানালার ওপারেও কষ্টে দেখা মেলে গাছের। বাড়ির ভেতরে যখন সারা দিন আনাগোনা, সবুজের স্পর্শ নিয়ে আসা যায় সেখানেই। কংক্রিটের কাঠখোট্টা ভাব দূর করতে গাছের জুড়ি নেই। গাছ আর টেবিল ল্যাম্পের নমনীয় আলো নান্দনিক আবহ আনতে পারে অন্দরসাজে। আলোকিত সজীব ভাব ছড়িয়ে পড়বে মনেও।
![সিমেন্টের টবে লতানো গাছ](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F23a83caac65ced504c36db440efa8893-5efacff818701.jpg?auto=format%2Ccompress)
![বসার ঘরের ছোট টেবিলের ওপরে সবুজের এক ঝলক। টেবিল ল্যাম্পের আলো যোগ করবে বাড়তি সৌন্দর্য](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2Fe94799e747a25bc9f18c32fa841c713b-5efacff863aad.jpg?auto=format%2Ccompress)
![আলমারির ওপরের খালি জায়গা সাজিয়ে রাখুন মানানসই গাছ দিয়ে। সঙ্গে আলোর খেলা](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F099dc82cac93f40677021845295e72d9-5efacff80f6f7.jpg?auto=format%2Ccompress)
![বাড়িতে থাকা পুরোনো বেতের ঝুড়িতে ঠাঁই পেয়েছে লতানো গাছ। এল নান্দনিক আবহ। কাঠের আলমারির পাশের ফাঁকা জায়গায় চলে আসবে প্রাণবন্ত ভাব](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F6667a6944e1f4d6aa13f5e8fc23ef8d9-5efacff7dff49.jpg?auto=format%2Ccompress)
![গাছের ওপরে মায়াবী আলো](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F3ccf1234e34e721d4eeb8bf61f0c7d63-5efacff7e7c4e.jpg?auto=format%2Ccompress)
![সকালের এক চিলতে রোদে সবুজের আনন্দ](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F93c425ea883990b4b14e1c1d7232fd72-5efad11dc4fc1.jpg?auto=format%2Ccompress)
![জানালার এপারেও থাকুক সবুজের ছোঁয়া](https://images.prothomalo.com/prothomalo%2Fimport%2Fmedia%2F2020%2F06%2F30%2F009e1db76592a00946fcd6bc1037077e-5efacff7d0502.jpg?auto=format%2Ccompress)
লেখা ও সাজানো: রয়া মুনতাসীর