আলোময় সজীব ঘর
চোখের আরাম আর মনের আনন্দের জন্য এক চিলতে সবুজই যথেষ্ট। বাড়ির বাইরে বের হওয়া হচ্ছে না এখন। জানালার ওপারেও কষ্টে দেখা মেলে গাছের। বাড়ির ভেতরে যখন সারা দিন আনাগোনা, সবুজের স্পর্শ নিয়ে আসা যায় সেখানেই। কংক্রিটের কাঠখোট্টা ভাব দূর করতে গাছের জুড়ি নেই। গাছ আর টেবিল ল্যাম্পের নমনীয় আলো নান্দনিক আবহ আনতে পারে অন্দরসাজে। আলোকিত সজীব ভাব ছড়িয়ে পড়বে মনেও।
লেখা ও সাজানো: রয়া মুনতাসীর