২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

'হোয়াইট ডে' প্যারেডের সাজ

>কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বড় উৎসব ‘হোয়াইট ডে’ প্যারেড। এএফপির ছবিতে দেখা যাক এই প্যারেডের নানা সৌন্দর্য।
১ / ৮
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্যতম বড় উৎসব ‘হোয়াইট ডে’ প্যারেড। দেশটির পাস্তো এলাকায় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা এই উৎসবে অংশ নেয়। উৎসবে অংশগ্রহণকারী শিল্পী অ্যালবার্ট টোরোর এওএস অ্যামাজোনিয়া প্রথম স্থান অর্জন করেছে।
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অন্যতম বড় উৎসব ‘হোয়াইট ডে’ প্যারেড। দেশটির পাস্তো এলাকায় কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গরা এই উৎসবে অংশ নেয়। উৎসবে অংশগ্রহণকারী শিল্পী অ্যালবার্ট টোরোর এওএস অ্যামাজোনিয়া প্রথম স্থান অর্জন করেছে।
২ / ৮
শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের এই উৎসবে এন্ডিয়ান, অ্যামাজোনিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণ রয়েছে। প্রতিবছর পাস্তো এলাকায় এই উৎসব উদ্‌যাপন করা হয়। ২০০৯ সাল থেকে ইউনেসকোর বিশেষ তালিকায় রয়েছে এই উৎসব।
শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের এই উৎসবে এন্ডিয়ান, অ্যামাজোনিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংস্কৃতির মিশ্রণ রয়েছে। প্রতিবছর পাস্তো এলাকায় এই উৎসব উদ্‌যাপন করা হয়। ২০০৯ সাল থেকে ইউনেসকোর বিশেষ তালিকায় রয়েছে এই উৎসব।
৩ / ৮
হোয়াইট ডে প্যারেডে শোভাযাত্রা।
হোয়াইট ডে প্যারেডে শোভাযাত্রা।
৪ / ৮
বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।
বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।
৫ / ৮
বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।
বর্ণিল শোভাযাত্রার রং যেন আকাশ ছুঁয়েছে।
৬ / ৮
আগুন রঙে সাজানো হয়েছে এই শিল্পকর্ম
আগুন রঙে সাজানো হয়েছে এই শিল্পকর্ম
৭ / ৮
রঙে রঙে রঙিন সব শিল্পকর্ম
রঙে রঙে রঙিন সব শিল্পকর্ম
৮ / ৮
যেন ময়ূরের পেখমের মুকুট পরেছেন তিনি
যেন ময়ূরের পেখমের মুকুট পরেছেন তিনি