মেসি ভাইকে চিনতে ভুল করলেন, রোকুজ্জো ভাবি? নাকি আলবাই যত নষ্টের গোড়া?

২৪ আগস্ট ইউএস ওপেন কাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয়ের পর দলের বিজয় উদ্‌যাপনে যোগ দিতে সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। মাঠে ঢুকেই প্রথমে তিনি হাত বাড়িয়ে এগিয়ে যান স্প্যানিশ ফুটবলার জর্দি আলবার দিকে। আলবাও এগিয়ে আসেন এবং আলিঙ্গনের আগে রোকুজ্জোকে চুমু খাওয়ার জন্য খানিকটা এগিয়ে যান। কিন্তু রোকুজ্জো সরে আসায় আলবাও আর চুমু দেওয়ার চেষ্টা করেননি। তবে ফুটবল–ভক্ত, বিশেষ করে মেসির ‘পাগলা ভক্ত’দের অনেকে ধরে নিয়েছেন, রোকুজ্জো হয়তো মেসি ভেবে আলবাকে জড়িয়ে ধরতে গিয়েছিলেন! আর তাই একজন বাংলাদেশি মেসিভক্ত আবেগঘন চিঠি লিখেছেন আন্তোনেল্লা রোকুজ্জোকে...

চিঠি পড়ার আগে ভিডিওটি দেখে নিতে পারেন এখানে

প্রিয় রোকুজ্জো ভাবি,

ভাবিনি কখনো আপনাকে এভাবে চিঠি লিখতে হবে। কিন্তু দুদিন আগে আপনার ও জর্দি আলবার ভিডিওটা দেখে বুকে প্রচণ্ড ব্যথা পেলাম। বুকে পারমাণবিক বোমার বিস্ফোরণ হলেও এত ব্যথা পেতাম না। এত দিন একসঙ্গে থাকার পরও আপনি ৫ ফুট ৭ ইঞ্চি এবং ৭২ কেজি ওজনের মেসি ভাইকে চিনতে পারলেন না? জর্দি আলবাকে কোন দিক থেকে আপনার লিওনেল মেসি মনে হলো?

নাহ্, আমি এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না, ভাবি। যতই ভাবছি, ততই কষ্ট বাড়ছে। আমার মতো বাংলাদেশের এক কোনায় বসে থাকা একজন মেসিভক্ত যদি বুকে এত কষ্ট অনুভব করে, তাহলে মেসি ভাই কতটা কষ্ট পাচ্ছেন, একবার ভেবে দেখেছেন?

আলবা হচ্ছে স্পেনের, আর মেসি ভাই আর্জেন্টিনার মানুষ। দুই দেশের দুইটা মানুষকে চিনতে আপনার এত কষ্ট হলো? ইউরোপ আর দক্ষিণ আমেরিকার মানুষকে আপনি গুলিয়ে ফেললেন? আপনি বিসিএস দিলে তো আন্তর্জাতিক অংশে নির্ঘাত আন্ডা পাবেন!

ভাবি, সবই হয়তো আমার চোখের ভুল। আবার আপনার চোখের ভুলও হতে পারে। ১০ মিটার দূর থেকেই জর্দি আলবাকে স্পষ্ট দেখা যাচ্ছিল! তবু কেন আপনার চোখ তাঁকে মেসি ভাবল! ভাবি, আমার মনে হয়, আপনার চোখে কোনো সমস্যা হয়েছে। আপনি দয়া করে বেশি করে শাকসবজি খান। ভিটামিন এ–র অভাব হলে এমন হয়।

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও স্প্যানিশ ফুটবলার জর্দি আলবার আলিঙ্গনের সেই দৃশ্য
ছবি: ভিডিও থেকে

তবে ভাবি, জর্দি আলবাকে আমার দুধে ধোওয়া তুলসীপাতা মনে হয় না। তাই শুধু একবার বলেন, আলবা কি আপনাকে দূর থেকে চোখ মেরেছিল? কোনোভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল? ভাবি, শুধু একবার বলেন। কালকেই শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন শুরু করে দেব। অপরাধী আলবা কিংবা আলিবাবা, যে–ই হোক না কেন, তীব্র আন্দোলনের জোয়ারে তাঁর ক্যারিয়ার শেষ করে দেব! রিপোর্ট করে তাঁর ফেসবুক আর টিকটক আইডি নষ্ট করে দেব।

পরিশেষে আমার চিঠিটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাতিজাদের জন্য আদর রইল। আর মেসি ভাইকে আমার সালাম জানাবেন।

ইতি

বাংলাদেশের একজন মেসিভক্ত

আরও পড়ুন