২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বামবা কনসার্টে গাইবে ১২ ব্যান্ড

বামবা ইয়ুথ কনসার্টে এবার গাইবে ১২ ব্যান্ড। ব্যান্ডগুলো হলো: নগরবাউল, ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ফিডব্যাক, প্রমিথিউস, দলছুট, লালন, শিরোনামহীন, নেমেসিস, মেকানিকস, বেদুইন ও দৃক। ঢাকা ও চট্টগ্রামের পর এবার খুলনায় আয়োজিত হচ্ছে বামবার কনসার্ট। আগামী ৭ ডিসেম্বর খুলনা স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।‘নারীর প্রতি সহিংসতাকে না বলুন: সত্যিকারের পুরুষ হোন’ স্লোগান সামনে নিয়ে ইউএনএফপিএ এবং বামবার যৌথ উদ্যোগে এটি তৃতীয় আয়োজন। এ উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলের ব্যালকনিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বামবার সহ-সভাপতি ফোয়াদ নাসের বাবু (ফিডব্যাক), সাধারণ সম্পাদক শেখ মনিরুল আলম টিপু (ওয়ারফেজ), বামবার সদস্য এলআরবির শব্দ প্রকৌশলী শামীম, প্রমিথিউসের বিপ্লব, শিরোনামহীনের তুহিন, বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার আরকেন, চিফ অব অপারেশনস আফসানা তাহেরসহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানিয়ে বামবার সহ-সভাপতি ফোয়াদ নাসের বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আয়োজিত এ ধরনের কনসার্টে অংশ নিচ্ছি। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে নারীর প্রতি চলমান সহিংসতা প্রতিরোধ করতে সচেতনতা তৈরির কাজটি করে যাচ্ছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ ফোয়াদ নাসের বাবু জানান, দেশের বাইরে অবস্থান করার কারণে বামবার সভাপতি ও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। একই কারণে এবারের আয়োজনে মাইলস পারফর্ম করতেও পারছে না। অন্যদিকে আইয়ুব বাচ্চুর অসুস্থতার কারণে এলআরবিও পারফর্ম করছে না। বাংলাদেশে ইউএনএফপিএর প্রতিনিধি আর্থার আরকেন তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে এখনো আমরা প্রতিনিয়ত নারীর সহিংসতার খবর শুনতে পাই। কোথাও নারীদের শরীরে এসিড নিক্ষেপ হচ্ছে, কোথাও নারীরা আত্মহত্যা করছেন, কোথাও আবার শারীরিকভাবে নির্যাতিত হচ্ছেন। অথচ আমরা এটাও জানি, কোনো সত্যিকারের পুরুষ নারীর ওপর এমন সহিংস আচরণ করতে পারে না। মূলত এ ভাবনা থেকেই আমরা ২০১০ সাল থেকে এই আয়োজন শুরু করেছি। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বামবাকে সঙ্গে নিয়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।’সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ১২টি ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত এবারের কনসার্টে প্রবেশপত্রের দাম নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১০০ টাকা করে।