ফালকে রত্ন দেব আনন্দ
এ বছরের ‘ফালকে রত্ন’ পদক পাচ্ছেন দেব আনন্দ। দাদা সাহেব ফালকে একাডেমি চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর এই পদক দিয়ে আসছে। ৩০ এপ্রিল ভারতীয় চলচ্চিত্রের দিকপাল দাদা সাহেব ফালকের জন্মদিন। এদিনই একাডেমি এই ফালকে রত্ন তুলে দেবে দেব আনন্দের হাতে। ইতিপূর্বে এই ফালকে রত্ন পেয়েছেন সুনীল দত্ত, দিলীপ কুমার, বি আর চোপড়া, মনোজ কুমার।