ছবির পোস্টার করছেন আফজাল হোসেন

আফজাল হোসেন প্রথম ঘুড্ডি ছবির পোস্টারের ডিজাইন করেছিলেন। এরপর যে ছবিটির পোস্টারের কাজ করেছিলেন, সেটি ছিল সুরুজ মিয়া। অনেক বছর পর তিনি আবার চলচ্চিত্রের পোস্টারের ডিজাইন করছেন। ছবির নাম এক কাপ চা। ছবিটির প্রযোজক এবং তাতে অভিনয় করেছেন ফেরদৌস আর পরিচালক নঈম ইমতিয়াজ।আফজাল বললেন, এখন অনেকেই রুচিশীল ছবি তৈরির ব্যাপারে আগ্রহী হচ্ছেন। কেউ কেউ এ ধরনের ছবি তৈরি করছেন। এই নির্মাতারা তাঁদের ছবির পোস্টারেও রুচির ছোঁয়া রাখতে চান। একটি বইয়ের প্রচ্ছদ যেমন সেই বইটি পাঠককে আগ্রহী করে তোলার ব্যাপারে ভূমিকা রাখে, চলচ্চিত্রের পোস্টার তেমনিভাবে দর্শকের মধ্যে প্রভাব ফেলে। আফজাল আরও বললেন, ‘ফেরদৌস তাঁর ছবিটি দেখার জন্য দর্শকের মধ্যে একটা আকর্ষণ তৈরি করতে চান কিংবা আকর্ষণ বাড়াতে চান। তিনি আমাকে অনুরোধ করেছেন। এরই মধ্যে পোস্টারের জন্য দুটি ডিজাইন করেছি, আরও দুটি করব। এরপর আমরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’আফজাল জানান, এবার পোস্টার ডিজাইনের পুরো কাজটিই তিনি করছেন গ্রাফিকসের সহযোগিতা নিয়ে।