বুবলী লিখলেন, ‘বাবা ও সন্তানের ভালোবাসার মধ্যে কোনো সীমানা থাকে না’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। নায়িকা শবনম বুবলী, পূজা চেরি, গায়িকা কোনালদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
শাকিবপুত্র শেহজাদ খান বীরের জন্মদিন ছিল ২১ মার্চ। বাবা–সন্তানের সেই ছবি দেরিতে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘বাবা ও সন্তানের ভালোবাসার মধ্যে কোনো সীমানা থাকে না।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৪
একসঙ্গে ‘জিম্মি’ ওয়েব সিরিজে দেখা যাবে জয়া আহসান, ইরেশ যাকের ও শাহরিয়ার নাজিম জয়কে। একসঙ্গে ছবিটি পোস্ট করে জয় লিখেছেন, ‘নারী যখন মধ্য বয়সে তার জীবনের সকল অপূর্ণতা পূর্ণ করতে চায়। তখনই সে হয়ে যায় জিম্মি। লোভে পাপ, পাপে জিম্মি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৪
বর্তমানের ঈদের গান নিয়ে ব্যস্ত গায়িকা কোনাল। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মায়াবী মায়াবী, চোখে তোর ডুবেছি/ মায়াবী ও মায়াবী, প্রেমে তোর মরেছি।’ এটা তাঁর গানের লাইন।
ছবি: ফেসবুক থেকে
৪ / ৪
ছবিটি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘নিজের অসাধারণ স্টাইল তৈরি করুন, যা আপনার মনোভাবের সঙ্গে মানিয়ে যায়।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন