বছরের শুরুতেই হলিউডের রেকর্ড, শীর্ষ তালিকায় ‘সিকান্দার’ ১৪৬তম

বছরের শুরুতেই চাঙা হলিউড বক্স অফিস। জানুয়ারিতে মুক্তি পাওয়া একটি সিনেমা বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়ে। সম্প্রতি রেকর্ড গড়েছে আরেকটি সিনেমা। এ বছর শীর্ষ আয় করা সিনেমার তালিকা একনজরে দেখে নিতে পারেন। এ তালিকায় আন্তর্জাতিক বাজারে সালমান খানের ‘সিকান্দার’ আয়ে ১৪৬তম অবস্থানে রয়েছে।
১ / ৬
এ বছর শীর্ষ আয়ের তালিকায় রয়েছে ‘নে ঝা-২’। সিনেমাটি ১ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে। চীনের সর্বাধিক আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এই চীনা সিনেমা।
ছবি: আইএমডিবি
২ / ৬
এপ্রিলে মুক্তি পাওয়া ‘আ মাইনক্রাফ্ট মুভি’ সিনেমা প্রথম দিনের আয়ের রেকর্ড গড়ে। সিনেমাটি পরে প্রথম সপ্তাহের আয়েও রেকর্ড গড়ে। সিনেমাটির এখন পর্যন্ত আয় ৪৩৪ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৩ / ৬
আয়ের তালিকায় ৩ নম্বরে রয়েছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড।’ সিনেমাটি প্রত্যাশার চেয়েও কম আয় করেছে। এর আয় ৪১৩ মিলিয়ন ডলার।
ছবি: আইএমডিবি
৪ / ৬
‘স্নো হোয়াইট’ সিনেমা আয় করে ১৭১ মিলিয়ন ডলার। রূপকথার গল্পের এই সিনেমাটি এ বছর মার্চে মুক্তি পেয়েছে।
ছবি: আইএমডিবি
৫ / ৬
আরেক অ্যানিমেশন সিনেমা ‘ডগ ম্যান’ এ বছর আয়ে শীর্ষ ৫ নম্বর অবস্থানে রয়েছে। সিনেমাটির রেটিং ৬.৩। ভোট দিয়েছেন মাত্র আট হাজার ভক্ত। সিনেমাটি আয় করে ১৩৪ মিলিয়ন ডলার। সিনেমাটি নিয়ে সমালোচনাও তৈরি হয়।
ছবি: আইএমডিবি
৬ / ৬
আন্তর্জাতিক বক্স অফিস তালিকায় ভারতের সিনেমা সিকান্দার আয়ে ১৪৬তম অবস্থানে রয়েছে। সিনেমাটির আয় মাত্র ১৫ মিলিয়ন ডলার। যার পুরোটাই আন্তর্জাতিক বাজার থেকে। এদিকে ভারতের বাজার থেকে সিনেমাটির আয় ১০৭ কোটি ছাড়িয়েছে।
ছবি: আইএমডিবি
আরও পড়ুন