গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোন ১০ সিনেমা

চলতি বছর যে সিনেমাগুলো গুগলে মানুষ সবচেয়ে বেশি সার্চ করেছে, সেগুলোর তালিকা প্রকাশ করেছে সার্চ ইঞ্জিনটি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা ১০টি ছবির কথা।

‘মরবিয়াস' এ তালিকার ১০ নম্বর স্থানে রয়েছে হলিউডের এ ছবি। ড্যানিয়েল এসপিনোসা পরিচালিত ছবিটি নির্মিত হয়েছে ‘মার্ভেল কমিকস’-এর চরিত্র ‘মরবিয়াস’কে কেন্দ্র করে। ছবিতে অভিনয় করেছেন ‘সুইসাইড স্কোয়াড’খ্যাত জ্যারেড লেটো। আরও আছেন ম্যাট স্মিথ, আদ্রিয়া আরজোনা, টাইরিস গিবস, জারেড হ্যারিস প্রমুখ
ছবি : সংগৃহীত
‘আনচার্টেড' টম হল্যান্ড অভিনীত ‘আনচার্টেড’ ছবিটি এই তালিকায় নবম স্থানে রয়েছে। মহামারির পর বছরের শুরুতে ছবিটি মুক্তির পর বক্স অফিসও চাঙা হতে থাকে। ১২০ মিলিয়ন ডলারের ছবিটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ৪০০ মিলিয়ন ডলার
ছবি : সংগৃহীত
‘কেজিএফ: চ্যাপ্টার টু' কন্নড় সুপারস্টার যশ অভিনীত এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি ছিল না। প্রশান্ত নীল পরিচালিত অ্যাকশন ঘরানার প্যান ইন্ডিয়ান ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ভারতীয় এই ছবি এখন পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে। গুগলে সার্চে ছবিটি ৮ নম্বরে অবস্থান করছে
ছবি : সংগৃহীত
‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন' ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ছবিটি গুগলে খোঁজের তালিকায় সপ্তম স্থান দখল করেছে। ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’–এর মাধ্যমে বিশ্বকে ডাইনোসরের নতুন একটি জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে কলিন ট্রেভরো নির্মাণ করেন ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। পুরোনো ‘জুরাসিক পার্ক’–এর অনেক চরিত্রই নস্টালজিয়া সঙ্গে নিয়ে ফিরেছে এই ছবিতে
ছবি : সংগৃহীত
‘ব্রহ্মাস্ত্র' বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। এ ছবির বাজেট ৪১০ কোটি টাকা। বলিউডের মন্দার বছর সবচেয়ে বেশি আয় করে রণবীর-আলিয়ার এই ছবি। গুগলের এই তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ‘ব্রহ্মাস্ত্র’
ছবি : সংগৃহীত
‘এনকান্তো' গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া অ্যনিমেটেড ছবি ‘এনকান্তো’ এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে। শিশুদের জন্য নির্মিত ছবি হলেও ‘এনকান্তো’ যেকোনো বয়সের দর্শকদের মুগ্ধ করবে
ছবি : সংগৃহীত
‘দ্য ব্যাটম্যান' এ বছর আলোচিত ছবিগুলোর মধ্যে অন্যতম ছিল ‘দ্য ব্যাটম্যান’। কেননা, এই ছবির মধ্যেই প্রথমবারের মতো হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসন ‘ব্যাটম্যান’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি দর্শককে হতাশ করেননি। তাঁর অভিনয় সবার নজর কেড়েছে। আলোচিত ছিল বলেই ছবিটি গুগলের খোঁজের তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে
ছবি : সংগৃহীত
‘টপ গান: ম্যাভেরিক' হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। দীর্ঘ ৩৬ বছর পর ‘টপ গান’ ছবির সিকুয়েলে ফিরেছিলেন। আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল ‘টপ গান’। সিকুয়েলেও বক্স অফিসে ঝড় তুলে প্রথম সপ্তাকে রেকর্ড পরিমাণ আয় করে ছবিটি। এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে জোসেফ কোসিনস্কি পরিচালিত ছবিটি
ছবি : সংগৃহীত
‘ব্ল্যাক অ্যাডাম' প্রথমবারের মতো ‘ডিসি কমিকস’–এর ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। প্রথমবারেই বাজিমাত। একের পর এক বক্স অফিসের রেকর্ড ভাঙছে ছবিটি। একসময় মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয় ‘ব্ল্যাক অ্যাডাম’। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মিত ছবিটি গুগল সার্চে দ্বিতীয় স্থানে রয়েছে
ছবি : সংগৃহীত
‘থর: লাভ অ্যান্ড থান্ডার' চলতি বছর গুগলে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে হলিউডের ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবিটি। ছবির প্রধান চরিত্রে অভিনয় করা ক্রিস হেমসওয়ার্থ বিরতি নিয়েছেন অভিনয় থেকে। তিনি বিরতি নিলেও তাঁর ছবি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন